স্যামসাং গ্যালাক্সি a52 প্রাইস ইন বাংলাদেশ। Samsung Galaxy A52 Price in Bangladesh 2023

বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় স্যামসাং মোবাইল ফোন। এতে রয়েছে 8 GB RAM এবং ইনবিল্ড 128 GB ইন্টারন্যাল স্টোরেজ। স্যামসাং গ্যালাক্সি a52 বাংলাদেশ প্রাইস-৳39,999। (স্যামসাং মোবাইল প্রাইস ইন বাংলাদেশ)

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় স্যামসাং ও পিছিয়ে নেই স্যামসাং-A সিরিজ এর ফোনটি Vivo, Oppo, xiaomi, iQoo কে টক্কর দিতে চলেছে। Samsung Galaxy A52একটি ভার্সন বাংলাদেশ বাজারে চলে আসছে 8 GB 128 GB এবং সেই সঙ্গে চারটি বিভিন্ন রঙে(Colour) চলে আসছে।

Samsung Galaxy A52 স্পেসিফিকেশন:

স্যামসাং গ্যালাক্সি A52 দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাবে 8 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ এবং 8জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ।(স্যামসাং গ্যালাক্সি a52)

 Samsung Galaxy A52 স্মার্টফোন ডুয়াল ন্যানো সিম 6.5 ইঞ্চি সুপার AMOLED টাচস্ক্রিন ডিসপ্লের রয়েছে। প্রসেসর দেওয়া হয়েছে নিজস্ব এক্সিনস Qualcomm Snapdragon 720G (8 nm) প্রসেসর। ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 11 নির্ভর ওয়ানইউআই 3.1 দ্বারা পরিচালিত।

Samsung Galaxy A52 স্মার্টফোনটির পেছনে থাকছে 4 টি ক্যামেরা সেটআপ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর,একটি 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, একটি 5 মেগাপিক্সেল ডেপ্থ শুটার,এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা‌।

স্যামসাং গ্যালাক্সি a52 ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। 

স্যামসাং গ্যালাক্সি A52 4500 এমএএইচ ব্যাটারি রয়েছে, যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এছাড়া বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি A52 স্মার্টফোনের ওজন 189 গ্রাম। 

Leave a Comment