অবশেষে ২৫০সিসির যুগে প্রবেশ করলো আমাদের মোটরবাইক ইন্ড্রাস্ট্রী! অচিরেই ৩০০/৩৫০ সিসির বাইকগুলোও বাজারে এসে পড়বে। হয়তো নেক্সট ৬ মাসের মাঝেই আপনারা ৩৫০সিসির বাইক বাংলাদেশের রাস্তায় দেখতে পাবেন। এর সবই বাংলাদেশে সংযোজিত অথবা উৎপাদিত।
বাজাজ পালসার N250 মডেলটি এই যাত্রার অগ্রপথিক! দাম ৩,৩৯,০০০ টাকা। কিন্তু ভারতীয় বাইকটির ভারতে শো-রুম মূল্য বাংলাদেশী টাকায় ২,০০,০০০ টাকার নিচে(১৫০০০০রুপী)।
যেহেতু বাইকটি সম্পুর্ণভাবে দেশে সংযোজিত এবং ভবিষ্যতে উৎপাদিত হবে তাই আমি মনে করি দামটাও ভারতের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিৎ।
বাংলাদেশ ইয়ামাহা বাইকের দাম ২০২৩
তারপরেও ২৩ বছর পরে এই হায়ার সিসির বাইক বাজারে প্রবেশ করাকে আমি সাধুবাদ জানাই।
বাংলাদেশে বাজাজ পালসার N250 বাইকের দাম 2023। কোন ইঞ্জিনের ধরন অয়েল-কুলড, 4 স্ট্রোক, SOHC, 2 ভালভ, ফুয়েল ইনজেকশন, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই বাইকটি 249.07 (cc) ইঞ্জিন দ্বারা চালিত। Bajaj Pulsar N250 সর্বোচ্চ শক্তি 24.5 HP @ 8750 rpm জেনারেট করে। এটির সর্বোচ্চ টর্ক হল 21.5 Nm @ 6500 rpm।
হোন্ডা মোটরসাইকেল দাম ২০২৩ – Honda বাইকের মূল্য তালিকা 2023
ট্রান্সমিশন ডিউটি একটি 5 স্পিড গিয়ারবক্স দ্বারা যত্ন নেওয়া হয়। Bajaj দাবি করেছে যে বাইকটি 35.00 Kmpl (প্রায়) মাইলেজ দেয়। বাজাজ পালসার N250 ফ্রন্ট সাসপেনশন হল 37 মিমি টেলিস্কোপিক এবং রিয়ার সাসপেনশন হল নাইট্রোক্স সহ মনোশক। Bajaj Pulsar N250 এর দাম 3,39,999 টাকা। বাংলাদেশে বাজাজ মোটরসাইকেল শোরুম খুঁজে পেতে এখানে খুঁজুন।