বাংলাদেশি মূল্যে 20,000 টাকা
Infinix Note 12 (G96) ফোনে আছে 6.7 ইঞ্চির AMOLED ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে। ইনফিনিক্স নোট 12 (G96) মোবাইল বাংলাদেশ প্রাইস ২০২২
আবার ইনফিনিক্স নোট 12 (G96) ফোনে বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে ফেস আনলক ও সাইড-মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে ।Note 12 (G96) ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 12 ভিত্তিক XOS 10.6 কাস্টম স্কিনে রান করবে।ইনফিনিক্স নোট 12 (G96) মোবাইল বাংলাদেশ প্রাইস ২০২২
ফটোগ্রাফির জন্য, ইনফিনিক্স নোট 12 (G96) ফোনের পেছনে থাকছে 2 টি ক্যামেরা ।ক্যামেরাগুলি হল এফ/1.6অ্যাপারচার 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল। 2K রেকর্ডিং করা যাবে। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি এফ/2.0 অ্যাপারচার 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
ইনফিনিক্স নোট 12 (G96) ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে Mediatek Helio G96 প্রসেসর।Note 12 (G96) স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 33 ওয়াট ফাস্ট চার্জার। ( ইনফিনিক্স নোট 12 (G96) মোবাইল বাংলাদেশ প্রাইস ২০২২ )
Infinix Note 12 (G96) 8GB/128GB, 8GB/256GB এবং 6GB/128GBUFS 2.2 ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যাবে। Note 12 (G96) Force Black, Snowfall & Sapphire Blue কালারে পাওয়া যাবে।
ইনফিনিক্স নোট 12 (G96) স্মার্টফোনের ওজন 185 গ্রাম।
ইনফিনিক্স নোট 12 (G96) মোবাইল বাংলাদেশ প্রাইস ২০২২
ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস
ইনফিনিক্স মোবাইল দাম কত
ইনফিনিক্স নোট 12
ইনফিনিক্স Note 12