বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় ওয়ানপ্লাস ও পিছিয়ে নেই ওয়ানপ্লাস নর্ড সিরিজ এর ফোনটি Vivo, Samsung, Oppo, Xiaomi, Realme, iQoo কে টক্কর দিতে চলেছে। ওয়ানপ্লাস নর্ড এন১০ একটি ভার্সন বাংলাদেশ বাজারে এসে গেছে 6 GB 128 GB। ওয়ানপ্লাস নর্ড এন১০ ফোনে আছে 6.49 ইঞ্চির TFT IPS LCD ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে । 90 হার্টজ রিফ্রেশ রেট।
আবার ওয়ানপ্লাস নর্ড এন১০ ফোনে বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে ফেস আনলক ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে ।
ওয়ানপ্লাস নর্ড এন১০ ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে OxygenOS 10 কাস্টম স্কিনে রান করবে।
ফটোগ্রাফির জন্য,
ওয়ানপ্লাস নর্ড এন১০ ফোনের পেছনে থাকছে 3টি ক্যামেরা । 64 মেগাপিক্সেল এর সনি আইএমএক্স 586 সেন্সর থাকবে যার অ্যাপাচার/1.79, 8 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকবে যার অ্যাপাচার/2.25 ,ম্যাক্রো লেন্স থাকছে 2 মেগাপিক্সেল এর
এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল এর সনি আইএমএক্স 471 যার অ্যাপাচার 2.05 ফ্রন্ট ফেসিং ক্যামেরা ।
ওয়ানপ্লাস নর্ড এন১০ ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য স্ন্যাপ ড্রাগন 690 প্রসেসর থাকছে।
ওয়ানপ্লাস নর্ড এন১০ স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 4500 এমএএইচ ব্যাটারি এবং30 ওয়াট ফাস্ট চার্জার।
ওয়ানপ্লাস নর্ড এন১০ স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে 128GB 6GB RAM থাকছে।
ওয়ানপ্লাস নর্ড এন১০ Gray Shadow, Jade Fog কালারে পাওয়া যাবে।
ওয়ানপ্লাস নর্ড এন১০ স্মার্টফোনের ওজন 190 গ্রাম।