Google play store: ৫০টি ক্ষতিকর অ্যাপ সরিয়ে নিলো গুগল প্লে-স্টোর থেকে

বতর্মানে ব্যবহারকারী গ্রাহকদের নিরাপত্তা জন্য ৫০টি ক্ষতিকর অ্যাপ বন্ধ করে দিল গুগল। ক্লাউড সিকিউরিটি কোম্পানির কতৃপক্ষ জানিয়েছেন এই ৫০টি অ্যাপেই ম্যালওয়্যার অন্তর্ভুক্ত।

বতর্মানে সাইবার ক্রাইম আর হ্যাকিং সমাধানের জন্য গুগল এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গ্রাহকদের ফোনে এসব অ্যাপ থাকলে এখনই তা আনস্টল করেন। এই ৫০টি অ্যাপ ম্যালওয়্যার অ্যাপের অন্তর্ভুক্ত তারা সকল অ্যান্ড্রয়েড ডিভাইস নিয়ন্ত্রণ করে।ম্যালওয়্যারা সকল অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে আপনার ফোন থেকে মেসেজ ফোন নম্বর, ডিভাইসের সকল গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিতে পারে। google play store

আরো পড়ুন: WhatsApp-এ আসছে দুর্দান্ত এক নতুন ফিচার

কোনো কারণে সরিয়ে ফেলা অ্যাপ আপনার অ্যান্ড্রয়েড ফোনে থেকে গেলে আবার ব্যবহার করলে যেকোনো সময় আপনার বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক হওয়া সম্ভবনা রয়েছে। তাই নিজেকে ঝুঁকিতে না রেখে নিজের নিরাপত্তা জন্য আপনি সকল তালিকাভুক্ত ক্ষতিকর অ্যাপ সরিয়ে ফেলুন।

অ্যান্ড্রয়েড ফোনে থেকে সরিয়ে নেওয়া আরো অ্যাপের মধ্যে রয়েছে তা হলো স্মার্ট মেসে, প্রাইভেট মেসেঞ্জার, ব্লাড প্রেসার চেকার, টেক্সট ইমোজি এসএমএস, ফানি কীর্বোড, থিমস ফটো কীর্বোড, ফন্টস ইমোজি কীর্বোড, স্মাইল ইমোজি ইত্যাদি অ্যাপ গুলি গ্রাহকদের কাছে অনেক ঝুঁকিপূর্ণ । 

গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত রাখার জন্য অ্যান্ড্রয়েড ফোন ওইসব অ্যাপ সরিয়ে ফেলা জরুরী পদক্ষেপ নিলো গুগল। 

আরো পড়ুন:হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সেকশনে পরিবর্তন আছে

Leave a Comment