Google photo:গুগল ফটোতে নতুন কি আছে সবার আগে জানুন

আমরা সাধারণত গুগল থেকে অনেক রকমের সুবিধা পেয়ে থাকি গুগল ছবি ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধা ‘google photos’ কাজে লাগিয়ে যেকোনো ছবি বা ভিডিও বিনামূল্যে অনলাইনে একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত সংগ্রহ করে রাখা যায়। শুধু তাই নয় সংরক্ষণ করা ছবি দিয়ে ভিডিও তৈরি করা সম্ভব। বর্তমান প্রযুক্তিগত দিক থেকে এই বিষয়গুলো আরো সহজ করে তুলেছে google ফটোস। অ্যাপে ব্যবহারকারীদের সুবিধার জন্য আরো সহজ করার জন্য google নতুন আপডেট নিয়ে হাজির হচ্ছে অ্যাপটির সার্চ বারে পরিবর্তন আনার পাশাপাশি লাইব্রেরি অপশনের নামও বদলে ‘কালেকশনস’ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন কী থাকবে আইফোন ১৬ সিরিজে? কেন এত সমালোচনা?

সবকিছু ঠিক থাকলে গুগল ফটোজ অ্যাপের নতুন সংস্করণে ইউজার ইন্টারফেসটি যুক্ত করা হবে। নতুন চেহারার গুগল ফটোজে লাইব্রেরি অপশনের নাম বদলে কালেকশনস রাখা হবে। নাম বদলালেও কালেকশনসের আইকন লাইব্রেরির আইকনের মতোই থাকবে।

 কালেকশনসে প্রবেশ করার পর ওপরে ‘ফেভারিটস’, ‘ট্র্যাশ’, ‘স্ক্রিনশট’, ‘আর্কাইভ’ অপশন দেখা যাবে। ফলে বর্তমানের তুলনায় দ্রুত ও স্বচ্ছন্দে অ্যাপটি ব্যবহার করা যাবে। গুগল ফটোজের ‘অন দিস ডিভাইস’ অপশনেও বড় ধরনের পরিবর্তন আনা হবে। এই পরিবর্তনের ফলে অন দিস ডিভাইস অপশন থেকে বর্তমানের তুলনায় সহজে স্মার্টফোনের গ্যালারিতে প্রবেশ করা যাবে। 

আরও পড়ুন রেমিট্যান্স এলো ১৩ হাজার ৩৭৪ কোটি টাকা আগস্টের ১৭ দিনে

এ ছাড়া ‘লাস্ট মোডিফাইড’, ‘অ্যালবাম টাইটেল’ এবং ‘রিসেন্ট ফটো’ অপশনের মাধ্যমেও সহজে ছবি খুঁজে পাওয়া যাবে। কালেকশনস ছাড়াও সার্চ অপশনেও পরিবর্তন আসবে বলে জানিয়েছে গুগল। এর ফলে সার্চ অপশন থেকেই ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে সম্প্রতি সার্চ করা কিওয়ার্ড, স্ক্রিনশট, সেলফি ছবি ইত্যাদি দেখার পরামর্শ পাবেন। ফলে বর্তমানের তুলনায় দ্রুত ছবি বা ভিডিও খুঁজে পাওয়া যাবে।

Leave a Comment