৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজারে আসলো স্যামসাং গ্যালাক্সি A৫৩ ৫G

বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় স্যামসাং মোবাইল ফোন।এতে রয়েছে 8 GB RAM এবং ইনবিল্ড 256 GB ইন্টারন্যাল স্টোরেজ। স্যামসাং -এর বাংলাদেশ দাম 50,399। Samsung Galaxy A53 5G price in BD-50,399

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় স্যামসাং ও পিছিয়ে নেই স্যামসাং A সিরিজ এর ফোনটি Vivo, Oppo,xiaomi, iQoo কে টক্কর দিতে চলেছে। Samsung A53 5G একটি ভার্সন বাংলাদেশ বাজারে চলে আসছে  8 GB 256 GB এবং সেই সঙ্গে চারটি বিভিন্ন রঙে(Colour) চলে আসছে।

Samsung Galaxy A53 5G Specifications:

Samsung Galaxy A53 5G ফোনে থাকবে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট 5000 এমএএইচ ব্যাটারি থাকবে পাওয়ার ব্যাকআপের জন্য। 

Samsung Galaxy A53 5G স্মার্টফোনে ডুয়াল ন্যানো সিম ও গরিলা গ্লাস 5  প্রটেকশন সহ 6.46 ইঞ্চির এইচডি+ AMOLED ডিসপ্লে থাকবে আরো রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। 

ফাস্ট পারফরম্যান্সের জন্য ফোনে অক্টা কোর + ২.৪ গিগাহার্টজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 12 ভিত্তিক অক্সিজেনএস 8.1 কাস্টম স্কিন পাওয়া যাবে।

Samsung Galaxy A53 5G স্মার্টফোনে স্টোরেজ হিসেবে থাকছে 8 জিবি পর্যন্ত এবং 128 জিবি পর্যন্ত মেমরি। ১ TB পর্যন্ত মাইক্রো-SD কার্ডের মাধ্যমে বাড়ানো সম্ভব।

ফটোগ্রাফির জন্য,Samsung Galaxy A53 5G ফোনের পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যার অ্যাপাচারএফ/1.8,12মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের এর ম্যাক্রো সুটার। 

এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে এফ/2.2অ্যাপাচার সহ একটি 32 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে। ফোনটির সেন্সর অপশনের মধ্যে থাকছে, অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Samsung Galaxy A53 5G স্মার্টফোনটি ওজন 189 গ্রাম।

Samsung Galaxy A53 5G, IP67 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। 

গ্যালাক্সি A৫৩ ৫G Samsung Galaxy A53 5G

স্যামসাং গ্যালাক্সি A33 5G IP67 water resistant বাজারে নিয়ে আসলো

স্যামসাং গ্যালাক্সি এস 22 প্লাস কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 1 প্রসেসর নিয়ে বাজারে আসলো Samsung Galaxy S22+ ফোন

108 মেগাপিক্সেল ক্যামেরা  নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সি A73 

স্যামসাং গ্যালাক্সি S21 FE 5G দুর্দান্ত সব ফিচার নিয়ে বাজারে আসলো

Leave a Comment