পিতা মাতার (NID) এনআইডি জন্ম নিবন্ধন ছাড়াই আবেদন। জন্ম নিবন্ধন অনলাইন আবেদন 2024

নতুন নিয়মে সন্তানের জন্ম নিবন্ধন করা যাবে মাতা পিতার নাম ব্যবহার করেই- এখন আর আগের মতো বাবা মায়ের এনআইডি বা জন্ম সনদ দরকার হয় না জন্ম নিবন্ধন করতে। জন্ম নিবন্ধন অনলাইন আবেদন 2024

জন্ম নিবন্ধন অনলাইন আবেদন 2024 How to Apply for Birth Certificate Online 2024

নতুন নিয়মে জন্ম নিবন্ধন অনলাইন আবেদন আপনি আপনার হাতের মুঠোফোন দিয়েই করতে পারবেন। জন্ম নিবন্ধন সহজ করার জন্য ২০২৪ সালের ঘোষনায় পিতা মাতার জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র তথ্য প্রদানের বিষয়টি শিথিল করা হয়েছে। https://bdris.gov.bd

জন্ম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আপনার শিশুর বয়স যদি ৫ বছরের নিচে হয় তাহলে: শিশুর টিকা কর্ড বা যে হাসপাতালে জন্ম হয়েছে তার সার্টিফিকেট বা ছাড়পত্র। তাছাড়া এগুলো সম্ভব না হলে নিবন্ধকের জন্ম ও সংক্রান্ত কোনো দলিল এবং পিতা মাতার জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। দিলেও হবে না দিলেও হবে যদি থেকে থাকে তাহলে সবগুলো দিয়ে দিবেন। পিতা-মাতার এনআইডি কার্ডের ছবি ও ঠিকানা ভেরিফিকেশনের জন্য ব্যবহার করাই ভালো। ঠিকানা ভেরিফিকেশনের জন্য আরো ব্যবহার করতে পারেন বাড়ি ও জমির খাজনার রশিদ বা ট্যাক্স।

জন্ম নিবন্ধন অনলাইন আবেদন পদ্ধতি ২০২৩ / মাতা পিতার জন্ম সনদ নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নম্বর বাধ্যতামূলক নয়।

অনলাইনে জন্ম নিবন্ধন কিভাবে করবো?

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদনকারীদের জন্য। BDRIS আবেদনপত্রের জন্য আবেদন করতে অনুগ্রহ করে http://bdris.gov.bd/br/application লিঙ্কে প্রবেশ করুন । উপরের লিঙ্কটি কাজ না করলে অনুগ্রহ করে আপনার ব্রাউজারে লিঙ্কটি কপি করে পেস্ট করুন।

বাংলাদেশের জন্ম সনদ অনলাইনে কিভাবে যাচাই করব?

বাংলাদেশের জন্ম সনদ অনলাইনে যাচাই করার জন্য আপনাকে জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট everify.bdris.gov.bd এ যেতে হবে এবং আপনার ১৭-সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে প্রবেশ করে ফর্মটি পূরণ করতে হবে। তারপর, নিরাপত্তা ক্যাপচারের উত্তর দিয়ে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করুন।

জন্ম নিবন্ধন হারিয়ে গেছে কিভাবে বের করব? How to Apply for Birth Certificate Online 2024

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে প্রথম কাজ হচ্ছে,  https://bdris.gov.bd/br/reprint/add এই লিংক ভিজিট করুন আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ লিখে তারপর, নিরাপত্তা ক্যাপচারের উত্তর দিয়ে সার্চ করুন। তারপর আপনার এন্টিটি চলে আসলে নিবন্ধন অফিস বাছাই করে অনুসন্ধান বাটনে ক্লিক করে আবেদনকারীর তথ্য পূরণ করে আবেদন সাবমিট করুন। আবেদন সাবমিট হবার পর আবেদনকারীর নাম ও মোবাইল নম্বর দিন বা কোন আত্মীয়র Mobile Number দিতে পারেন। এরপরে OTP ভেরিফিকেশন করুন। সাবমিট বাটনে ক্লিক করে আবেদনপত্র প্রিন্ট করুন।

জন্ম নিবন্ধন কিভাবে ডাউনলোড করব?

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম হল প্রথমে bdris নিবন্ধন সাইটের https://everify.bdris.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। এরপর 17 সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে প্রবেশ করে ফর্মটি পূরণ করে “Search” বাটনে ক্লিক করুন । এবার কিবোর্ডের ctrl+p এক সাথে চেপে জন্ম নিবন্ধন PDF সনদ অনলাইন কপি ডাউনলোড করুন।

জন্ম নিবন্ধন আবেদন ফি কত?

আপনার শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন সনদ নিলে তা বিনা মূল্যে করে দেওয়া হয়। তবে ৪৬ দিন থেকে ৫ বছর পর্যন্ত বিলম্ব নিবন্ধন ফি দেশে ১০০ টাকা, বিদেশে ২ ডলার। ৫ বছর পর করলে ফি দেশে ১০০ টাকা, বিদেশে ২ ডলার।

জন্ম নিবন্ধন করতে কি কি লাগে?

  1. উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, অথবা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র,
  2. হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি অথবা ইউ.পি ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি
  3. পিতা-মাতার জতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজি)।

নতুন নিয়মে জন্ম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নিয়মাবলী।


বয়স ০ হতে ৪৫ দিন হলে

  • ইপি. আই (টিকার) কার্ড
  • পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয় পত্র কার্ড লাগবে।
  • বাসার হোল্ডিং নাম্বার এবং চৌকিদারী ট্যাক্স এর রশিদ হাল সন লাগবে।
  • আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর।
  • ফরম এর সাথে ০১ কপি রঙিন পাসপোর্ট সাইজের  ছবি লাগবে।

বয়স ৪৬ দিন হতে ৫ বছর হলে

  1. ইপি. আই (টিকার) কার্ড/স্বাস্থ্য কর্মীর প্রত্যয়ন পত্র স্বাক্ষর ও সীল সহ প্যাডে দিতে হবে।
  2. পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয় পত্র কার্ড লাগবে।
  3. প্রয়োজন ক্ষেত্রে স্কুল প্রধান শিক্ষকের  প্রত্যয়নসহ বিদ্যালয়ের প্রত্যয়নের প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে।
  4. বাসার হোল্ডিং নাম্বার এবং চৌকিদারী ট্যাক্স এর রশিদ হাল সন লাগবে।
  5. আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর।
  6. ফরম এর সাথে ০১ কপি রঙিন পাসপোর্ট সাইজের  ছবি লাগবে।

বয়স ৫ বছরের অধিক হলে

শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র না থাকলে সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তারের স্বাক্ষর ও সীলসহ প্রত্যয়ন সনদ এবং জন্ম নিবন্ধন আবেদন ফরমের ০৭ (সাত) এর 1 নং কলামের স্বাক্ষর ও সীল বাধ্যতামূলক।

২। উল্লেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ এর পর সে ক্ষেত্রে পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক।

৩। উল্লেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে/আগে হয় সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক।

৪। যদি জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে/ আগে হয় সেক্ষেত্রে পিতা মাতা মৃত হলে মৃত্যু সনদ বাধ্যতামূলক।

৫। উল্লেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ এর পর তাদের পিতা মাতা মৃত হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন গ্রহণ করার পর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ গ্রহণ উভয় সনদ আবেদন পত্রে সহিত দাখিল করতে হবে।

৬। বাসার হোল্ডিং নাম্বার এবং চৌকিদারী ট্যাক্স এর রশিদ হাল সন লাগবে।

৭। আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর।

৮। ফরম এর সাথে ০১ কপি রঙিন পাসপোর্ট সাইজের  ছবি লাগবে।

৯। আবেদনের সাথে সংযুক্ত ডকুমেন্ট পত্র সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ ইউপি সদস্য/ইউপি সদস্যা কর্তৃক স্বাক্ষরসহ সীল বাধ্যতামূলক।

১০। আবেদন সাথে সংযুক্ত ডকুমেন্ট আবেদন জমা দেওয়ার সময় মূল কপি প্রদর্শন করতে হবে।

১১। উপরোক্ত চাহিতব্য ডকুমেন্ট ছাড়া আবেদন পত্র কোন ক্রমেই গ্রহণযোগ্য নয়।

Leave a Comment