জমি রেজিস্ট্রেশন খরচ ২০২৩ pdf

দলিল খরচ বা ফি?। জমি রেজিস্ট্রি খরচ 2023

মূলত জমির দাম এবং এলাকার ধরণ মোতাবেক দলিল খরচ নির্ভর করে। দলিল করতে ঠিক কত ব্যয় হবে সেটিই হচ্ছে দলিল খরচ বা ফি। স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, এনফি, ভ্যাট, হলফ নামার স্ট্যাম্প ইত্যাদি বাবদ ব্যয় বা খরচই হচ্ছে দলিল খরচ। আপনি খুব সহজেই অনলাইনে কিন্তু সরকারি ক্যালকুলেটর ব্যবহার করে হিসাব কষে নিতে পারেন।

দলিল খরচ হিসাব করার নিয়ম কি?

ধরি শ্যামনগর, বাদঘাটা, মৌজায় ১০ শতক জমি বিক্রয় হবে যার মূল্য ৩০০০০০ টাকা। উক্ত জমি রেজিস্ট্রি খরচ হবেঃ ১। রেজিস্ট্রেশন ফিঃ ৩,০০,০০০ এর ১% = ৩,০০০ টাকা।২। স্ট্যাম্প শুল্কঃ ৩,০০,০০০ এর ১.৫% = ৪,৫০০ টাকা।৩। স্থানীয় সরকার করঃ ৩,০০,০০০ এর ৩% = ৯,০০০ টাকা।৪। উৎসে করঃ ৩,০০,০০০ এর ১% =৩,০০০ টাকা (পূর্বের হার, বর্তমানে বৃদ্ধি করা হয়েছে)। ৫। ক) হলফনামা স্ট্যাম্পঃ ২০০ টাকা। খ) ই ফিঃ ১০০ টাকা। গ) এন ফিঃ ১৬০ টাকা। ঘ) এনএন ফিঃ ২৪০ টাকা। ঙ) কোর্ট ফিঃ ১০ টাকা

হিসাব করতে এই লিংক ভিজিট করুন দলিল ফি ক্যালকুলেটর জমি রেজিস্ট্রি খরচ 2023

Leave a Comment