জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়াই মোবাইলে আর্থিক সেবা দানকারী এমএফএস দা মোবাইল ব্যাংক হিসাব খুলতে পারবেন দেশের 14 থেকে 18 বছর বয়সী সকল কিছুর কিশোরীরা। বাংলাদেশ ব্যাংক স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে এমন সুযোগ করে দিয়েছে। হ্যাসেলব্লাডে ক্যামেরার সাথে বাজারে আসছে Oppo Find N3
৩ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এ সংক্রান্ত সার্কুলার জারি করে এ বিষয়ে নির্দেশনা প্রদান করেন। আরো বলা হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে ১৪ থেকে ১৮ বছর বয়সি নবীনদের এমএফএস অ্যাকাউন্ট খোলার সুযোগ দিয়ে নতুন নীতিমালা জারি করা হয়েছে।
যেসব নাগরিক হিসাব খুলতে পারবে: ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোর এবং কিশোরীরা (এমএফএস) হিসাব খুলতে পারবেন। তবে হিসাব খোলার আগ্রহী ব্যক্তিদের অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।