বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় Vivo ও পিছিয়ে নেই ভিভো Y সিরিজ এর ফোনটি Samsung, Oppo, xiaomi, iQoo কে টক্কর দিতে চলেছে। ভিভো Y200e একটি ভার্সন বাংলাদেশ বাজারে চলে আসছে 6 GB 128GB এবং সেই সঙ্গে দুইটি বিভিন্ন রঙে (Colour) চলে আসছে।
বাংলাদেশে রিয়েলমি নোট 50 এর দাম কত?
বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় ভিভো Y200e মোবাইল ফোন। এতে রয়েছে 6GB RAM এবং ইনবিল্ড 128GB ইন্টারন্যাল স্টোরেজ। Vivo -এর বাংলাদেশ দাম 28,000। ভিভো Y200e এর দাম -28,000,
ভিভো Y200e মোবাইলের ফুল স্পেসিফিকেশন:
ভিভো Y200e ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 6 জিবি রেম 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি রেম 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে। Vivo Y200e বাংলাদেশ দাম কত টাকা 28,000
Vivo Y200e ফোনে আছে 6.67 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। আবার Vivo Y200e ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেনার 2 (4 এনএম) প্রসেসর চিপসেট দ্বারা চালিত। ভিভো Y200e
স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 44 ওয়াট ফাস্ট চার্জার । Vivo Y200e ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 14 ভিত্তিক (Funtouch 14) কাস্টম স্কিনে রান করবে।
ফটোগ্রাফির জন্য,Vivo Y200e ফোনের পেছনে থাকছে দ্বৈত ক্যামেরা। ক্যামেরাগুলি হল এফ/1.8 অ্যাপারচার 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর 2 মেগাপিক্সেল। ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি এফ/2.0অ্যাপারচার 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
Vivo Y200e স্মার্টফোনের ওজন 185 গ্রাম।
অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ডুয়েল সিম, ফেস আনলক, ইউএসবি টাইপ-সি, ইনফ্রারেড ইত্যাদি।