রয়্যাল এনফিল্ড একটি ঐতিহ্যবাহী ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড। যাদের বিশ্বব্যাপীরয়েছে অনেক বেশি জনপ্রিয়তা। বাংলাদেশ বাইক লাভার দের জন্য রয়েছে সুখবর। চলতি মাসে 21 অক্টোবর বাজারে আসতে যাচ্ছে জনপ্রিয় ব্রান্ড ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেল।
রয়্যাল এনফিল্ড কোম্পানির মোটরসাইকেলগুলো ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলগুলো বর্তমান সময়ে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়তা লাভ করছে । বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও ব্যাপক চর্চিত একটি মোটরসাইকেল রয়্যাল এনফিল্ড। বহুল প্রতিক্ষিত Royal Enfield ফাইনালি দেশের বাজারে লঞ্চ হলো। প্রচন্ড রকম এ্যাগ্রেসিভ প্রাইজিং দিয়ে অলরেডি সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করছে স্বপ্নের রয়্যাল এনফিল্ড!
এনফিল্ড বাংলাদেশে দাম
- Royal Enfield Hunter 350 – 340,000 BDT
- Royal Enfield Classic 350 – 405,000 BDT
- Royal Enfield Bullet 350 – 410,000 BDT
- Royal Enfield Meteor 350 – 435,000 BDT
আরও পড়ুনঃ দেশের বাজারে আসছে ৩৫০ সিসির মোটরসাইকেল 2024
অন্যান্য সকল মোটরসাইকেল কোম্পানির সাথে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কোম্পানির ৪ টি অসাধারণ বাইক বাজারে নিয়ে আসছে IFAD ইফাদ গ্রুপ। মোটরসাইকেল প্রেমীদের মন জয় করার জন্য নজরকাড়া স্টাইলিশ ডিজাইন এবং উন্নত মানের টেকনোলোজি সাথে বাংলাদেশ বাজারের লঞ্চ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
কবে থেকে বাংলাদেশ পাওয়া যাবে Royal Enfield?
‘রয়্যাল এনফিল্ড বাংলাদেশ’ নামের ফেসবুক পেজ চলতি বছরের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। ৩২ হাজারের বেশি ফলোয়ার দেখা গেছে। IFAD ইফাদ মোটরস লিমিটেড 21শে অক্টোবর বাংলাদেশ বাজারের লঞ্চ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। আনুষ্ঠানিক ভাবে ‘রয়্যাল এনফিল্ড বাংলাদেশ’ নামের ফেসবুক পেইজে বলা হয়ছে। নানা সংবাদ মাধ্যমে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে লঞ্চ হওয়ার খবর শোনা গিয়েছে।
রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ বাংলাদেশে দাম কত?
রয়্যাল এনফিল্ডের চারটি মডেলের প্রতিটির দাম ৫ থেকে ৬ লাখ টাকার মধ্যে থাকতে পারে। সেটি নির্ভর করছে ডলারের দামের ওপর। বাইক বাজারে না ছাড়া পর্যন্ত দাম নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আরও পড়ুনঃ এপাচি আর টি আর দাম কত ২০২৪
রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত ২০২৪
Royal Enfield Bullet 350 এর বাংলাদেশে দাম 4,49,990 BDT (সম্ভবত মূল্য)। এই বাইকটি 350cc দ্বারা চালিত, যা সর্বোচ্চ 19.94 BHP @ 6100 rpm শক্তি উৎপন্ন করে। “Royal Enfield Super Meteor 650 Price : এর বাংলাদেশে দাম 6,59,990 টাকা (সম্ভবত মূল্য)।
রয়েল এনফিল্ড ক্লাসিক বাংলাদেশে দাম কত?
Enfield Classic 350: বাংলাদেশে এনফিল্ড ক্লাসিক 350 এর দাম 4,80,990 টাকা। (সম্ভবত মূল্য) এই বাইকটি 350cc দ্বারা চালিত, যা সর্বোচ্চ 19.93 Bhp @ 5250 RPM শক্তি উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক হল 27.00 NM @ 4000.00 RPM।
আরও পড়ুনঃ হিরো বাইক দাম বাংলাদেশে।
Royal Enfield বাংলাদেশে কবে আসবে?
IFAD ইফাদ মোটরস লিমিটেড 21শে অক্টোবর বাংলাদেশ বাজারের লঞ্চ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। আনুষ্ঠানিক ভাবে ‘রয়্যাল এনফিল্ড বাংলাদেশ’ নামের ফেসবুক পেইজে বলা হয়ছে।
বুলেট মোটরসাইকেলের দাম কত বাংলাদেশে?
মডেল | দাম (টাকা) |
বুলেট 350 মিলিটারি | 1,73,000 |
মিটিওর 350 Fireball | 1,87,000 |
বুলেট 350 স্ট্যান্ডার্ড | 1,97,000 |
মিটিওর 350 Stellar | 1,97,000 |
ক্লাসিক 350 | 2,07,000 |
মিটিওর 350 Supernova | 2,07,000 |
বুলেট 350 ব্ল্যাক গোল্ড | 2,15,000 |
হান্টার 350 রিয়ার ডিস্ক | 2,12,000 |
রিয়ার ডিস্ক (মিল্ক গ্রীন) | 2,12,000 |
ফ্রন্ট ডিস্ক (মিল্ক গ্রীন) | 2,22,000 |
হান্টার 350 ফ্রন্ট ডিস্ক | 2,22,000 |
জেট ব্ল্যাক | 2,32,000 |
রেসিং রেড | 2,32,000 |
রয়্যাল ব্লু | 2,32,000 |
বুলেট 500 | 2,35,000 |
ক্লাসিক 500 | 2,45,000 |