জন্মনিবন্ধন: মা-বাবার সনদ ছাড়াই আবেদন করা যাবে জন্মনিবন্ধন

নতুন নিয়মে সন্তানের জন্ম নিবন্ধন করা যাবে মাতা পিতার নাম ব্যবহার করেই- এখন আর আগের মতো বাবা মায়ের এনআইডি বা জন্ম সনদ দরকার হয় না জন্ম নিবন্ধন করতে।  জন্ম নিবন্ধন অনলাইন আবেদন 2023

জন্ম নিবন্ধন অনলাইন আবেদন 2023

নতুন নিয়মে জন্ম নিবন্ধন অনলাইন আবেদন আপনি আপনার হাতের মুঠোফোন দিয়েই করতে পারবেন। জন্ম নিবন্ধন সহজ করার জন্য ২০২৩ সালের ঘোষনায় পিতা মাতার জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র তথ্য প্রদানের বিষয়টি শিথিল করা হয়েছে। https://bdris.gov.bd

জন্ম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আপনার শিশুর বয়স যদি ৫ বছরের নিচে হয় তাহলে: শিশুর টিকা কর্ড বা যে হাসপাতালে জন্ম হয়েছে তার সার্টিফিকেট বা ছাড়পত্র। তাছাড়া এগুলো সম্ভব না হলে নিবন্ধকের জন্ম ও সংক্রান্ত কোনো দলিল এবং পিতা মাতার জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। দিলেও হবে না দিলেও হবে যদি থেকে থাকে তাহলে সবগুলো দিয়ে দিবেন। পিতা-মাতার এনআইডি কার্ডের ছবি ও ঠিকানা ভেরিফিকেশনের জন্য ব্যবহার করাই ভালো। ঠিকানা ভেরিফিকেশনের জন্য আরো ব্যবহার করতে পারেন বাড়ি ও জমির খাজনার রশিদ বা ট্যাক্স।

জন্ম নিবন্ধন অনলাইন আবেদন পদ্ধতি ২০২৩ / মাতা পিতার জন্ম সনদ নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নম্বর বাধ্যতামূলক নয়।

application for birth certificate form
registration of birth form
জন্ম নিবন্ধন অনলাইন আবেদন 2023
জন্ম নিবন্ধন ইউজার আইডি

Leave a Comment