ওকলা স্পিডটেস্ট:মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশ ৯০ তম

মোবাইল ইন্টারনেটের : ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স বিভিন্ন দেশে ইন্টারনেটের গতির তালিকা প্রকাশ করেছে। ১৭৬ দশমিক ১৮ এমবিপিএস গড় গতি নিয়ে এই তালিকায় সবার ওপরে আছে কাতার। গড় গতি ৩৩৪.৬৩ এমবিপিএস নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দেশটি।

বাংলাদেশের অবস্থান যথারীতি নিচের দিকে। ১৩ দশমিক ৯৫ এমবিপিএস গড় গতি পাচ্ছেন বাংলাদেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা। বিশ্বতালিকায় বাংলাদেশের স্থান ১১৯তম।

ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের ২০২৪ সালের জুন মাসের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের গতি কিছুটা বেড়েছে। মোবাইল ইন্টারনেটের গতির তালিকায় দেশটি ১৯ ধাপ এগিয়ে এসেছে। ১০৮টি দেশের মধ্যে বাংলাদেশ এখন ৯০তম অবস্থানে রয়েছে। মে মাসে বাংলাদেশের ছিল ১০৯তম।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের গড় মোবাইল ইন্টারনেট ডাউনলোড গতি বেড়ে ২৪.৪৯ এমবিপিএস হয়েছে। মে মাসে এ গতি ছিল ২৩.৮২ এমবিপিএস।

দ্রুতগতির ইন্টারনেট সেবা দিয়ে বাংলালিংক শীর্ষস্থান অধিকার করেছে। প্রতিবেদন অনুসারে, বাংলালিংকের ৮৯ শতাংশ পরীক্ষায় কমপক্ষে ৫ এমবিপিএস ডাউনলোড গতি ও ১ এমবিপিএস আপলোড গতি পাওয়া গেছে।

ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স বিশ্বব্যাপী ইন্টারনেটের গতি তুলনা করে।

Leave a Comment