রয়্যাল এনফিল্ড একটি ঐতিহ্যবাহী ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড। অবশেষে দেশের বাজারে সোমবার ২১ অক্টোবর আসছে ‘রয়্যাল এনফিল্ড’ ৩৫০ সিসির বাইকটি। যাদের বিশ্বব্যাপী রয়েছে অনেক বেশি জনপ্রিয়তা।
রয়্যাল এনফিল্ড ৩৫০ সিসির বাইক, দাম কত?
রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত হবে ?
‘রয়্যাল এনফিল্ড’ ৩৫০ সিসির দাম সম্পর্কে পুরোপুর জানা না গেলেও সাড়ে চার লাখ থেকে সাড়ে ৫ লাখ টাকার মধ্যে দাম থাকবে বলে ধারনা করা হচ্ছে।
হিরো মোটরসাইকেলের দাম কত ২০২৪?
কি কি মডেলের রয়েল এনফিল্ড বাইক আসবে বাংলাদেশে?
ভারতীয় রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত ২০২৪
রয়েল এনফিল্ড ৩৫০ সিসির যে ৪টি বাইক লঞ্চ করা হবে। হান্টার, বুলেট, ক্লাসিক ও মিটিয়র চার মডেল বাইক পাওয়া যাবে।
ইফাদ মোটরস
ইফাদ মোটরস বাজারে নিয়ে আসছে রয়্যাল এনফিল্ডের এই আইকনিক ব্র্যান্ডের মোটরসাইকেল। সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশে লঞ্চ করবে।