‘রয়্যাল এনফিল্ড’ নাম শুনলেই বাইক প্রেমিদের মধ্যে এক অন্যরকম অনুভূতি কাজ করে। অনেক অপেক্ষার পর বাংলাদেশে ৩৫০ সিসির বাইক অনুমোদন পেল। চলতি মাসে বাংলাদেশের বাজারে দেখা যাবে রয়েল এনফিল্ড।
রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘রয়্যাল এনফিল্ড বাংলাদেশ’ নামের পেজ। এই পেইজেই প্রথমে জানান দেওয়া হয়েছিল। ২১ অক্টোবর বিকেল ৩ঃ৩০ মিনিটে লঞ্চ করা হবে ‘রয়্যাল এনফিল্ড’ বাংলাদেশে। তথ্যটি নিশ্চিত করেছেন তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।
রয়্যাল এনফিল্ড ৩৫০ মডেলের বাইক
রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত হতে পারে?
বাংলাদেশে রয়্যাল এনফিল্ড বাইকের দাম “রয়্যাল এনফিল্ড বুলেট 350 মূল্য: 4,49,990 টাকা (সম্ভবত মূল্য) এই বাইকটি রয়েল এনফিল্ড বাইকের মধ্যে সবচেয়ে সস্তা মডেলের বাইক। বাংলাদেশে আসতে যাওয়া বাইকের মধ্যে সবচেয়ে দামি রয়্যাল এনফিল্ড টু হুইলার হল “রয়্যাল এনফিল্ড সুপার মেটিওর 650 মূল্য : 6,59,990 টাকা (সম্ভবত মূল্য)।