Realme 9i : স্ন্যাপড্রাগন 680,11GB পর্যন্ত Dynamic র‍্যাম সহ বাজারে আসলো রিয়েলমি ৯ আই

বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় Realme মোবাইল ফোন।এতে রয়েছে 6 GB RAM এবং ইনবিল্ড 128 GB ইন্টারন্যাল স্টোরেজ। রিয়েলমি 9 আই বাংলাদেশ প্রাইস 21,490।

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় Realme ও পিছিয়ে নেই Realme 9 সিরিজ এর ফোনটি Vivo, Samsung, Oppo,xiaomi, iQoo কে টক্কর দিতে চলেছে। রিয়েলমি ৯ আই একটি ভার্সন বাংলাদেশ বাজারে  চলে আসছে  6 GB@128 GB এবং সেই সঙ্গে দুইটি বিভিন্ন রঙে(Colour) চলে আসছে।(রিয়েলমি ৯ আই)

realme 9i realme 9i price realme 9i pro real me 9i realme 9i mobile realme 9i 128gb realme 9i 4gb 128gb realme 9i specification realme 9i 4 64 realme 9i mobile price realme 9i phone realme mobile 9i realme 9i price delhi realme 9i 4 128 realme narzo 9i realme 9i 4gb 64gb realme 9i pro price realme 9i processor realme phone 9i realme 9i features 9i realme realme 9i prime realme 9i phone price realme 9i review realme 9i 6 128 narzo 9i oppo realme 9i price of realme 9i realme 9i mobile phone price realme 9i 3 32 mobile realme 9i realme 9i 4gb ram realme 9i 5g realme 9i battery realme 9i full specification realme 9i 128gb price realme 9i details realme 9i 6gb ram real me 9i price realme 9i camera realme c 9i realme redmi 9i cost of realme 9i realme 9i mobile phone realme 9i ram realme 9i images realme9i mobile realme9i phone realme 9icover realme 9i 464

Realme 9i Full Specifications রিয়েলমি 9i স্পেশিফিকেশনস:

Realme 9i ফোনে আছে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে। 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 90 হার্টজ রিফ্রেশ রেট

আবার Realme 9i  ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 680 অক্টা-কোর প্রসেসর।Realme 9i  স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 33 ওয়াট ফাস্ট চার্জার । এছাড়া বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

Realme 9i  ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 12  ভিত্তিক  রিয়েলমি ইউআই 2.0(UI 2.0) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য,Realme 9i  ফোনের পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা ।ক্যামেরাগুলি হল এফ/1.8 অ্যাপারচার 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এফ/2.4 অ্যাপারচার এবং 2 মেগাপিক্সেল (ম্যাক্রো)এফ/2.4 অ্যাপারচার ।ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি এফ/2.1 অ্যাপারচার 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা । 2টি ন্যানো কার্ড স্লট + 1টি মাইক্রো এসডি।

 

Realme 9i  ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 4 জিবি র‌্যম 64 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‌্যম 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।সাথে আছে 5 জিবি পর্যন্ত অতিরিক্ত ভার্চুয়াল র‌্যাম।মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 1Tb স্টোরেজ বাড়ানো যাবে। Realme 9i স্মার্টফোনের ওজন 190 গ্রাম।

অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ডুয়েল সিম,ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট,৩.৫মিমি হেডফোন জ্যাক, ফেস আনলক, ইনফ্রারেড ইত্যাদি। 

Leave a Comment