শরফুদ্দৌলা ইবনে শহীদ বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন। চলতি বিশ্বকাপের উদ্বোধনীয় ম্যাচে চতুর্থ তম আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশর শরফুদ্দৌলা ইবনে শহীদ।
শরফুদ্দৌলা ইবনে শহীদ এর এই অজর্ন নিয়ে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট শেয়ার করেন তার নিজস্ব প্রোফাইলে।
শরফুদ্দৌলা ইবনে শহীদ কে নিয়ে তামিম ইকবাল যা বলেন
এবারের বিশ্বকাপে শুধু বাংলাদেশ দলই নয়, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ভাইও আমাদের একজন উজ্জ্বল প্রতিনিধি। দেশের প্রথম আম্পায়ার হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করছেন তিনি, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অনেক বড় ব্যাপার।শরফুদ্দৌলা অনেক দিন ধরেই বাংলাদেশের সেরা আম্পায়ারদের একজন।
আরও পড়ুনঃ অর্ধশতক রান হাঁকালেন বিরাট কোহলি। বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচে জেতালেন ভারতকে
বাংলাদেশে আম্পায়ারিং একটি প্রশংসাহীন কাজ। সেই দেশের একজন আম্পায়ার বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছেন নিজের যোগ্যতা, নিষ্ঠা ও দীর্ঘদিনের কঠোর অধ্যাবসায় দিয়ে। বাংলাদেশ ক্রিকেটের জন্যও এটি গর্বের ব্যাপার। বেশ কয়েকটি ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করছেন তিনি, থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবেও।
নানা বাস্তবতার কারণে আমাদের দেশের কোনো আম্পায়ার এখনও পর্যন্ত এলিট প্যানেলে জায়গা করে নিতে পারেননি। তার পরও সৈকত ভাই একটু একটু করে লড়াই করে নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন, অনেক প্রতিকূলতার মধ্যেও যেভাবে আজকের এই অবস্থানে নিয়ে গেছেন, দেশের অনেক আম্পায়ারের জন্য তা নিঃসন্দেহে দারুণ অনু্প্রেরণার। অনেকেই এখন আম্পায়ারিংকে পেশা হিসেবে নেওয়ার কথা আরও বেশি গুরুত্ব দিয়ে ভাবতে পারবে।
আরও পড়ুনঃ 2030 ফিফা বিশ্বকাপ: তিনটি মহাদেশের ও ছয়টি দেশে আয়োজিত হবে ২০৩০ বিশ্বকাপ
তামিম পোস্ট শেষে লিখলেন: অভিনন্দন সৈকত ভাই। আমাদের দেশের ক্রিকেটের মতো দেশের আম্পায়ারিংও এগিয়ে যাক আরও।