বর্তমান সময়ে এমন হয়ে পড়েছে যে শিশুদের কাছ থেকে ফোন দূরে রাখা সম্ভব নয়। এর সমাধান খুঁজতে google শিশুদের জন্য নতুন এক সুবিধা নিয়ে আসলো। যার নাম দেওয়া হয়েছে ‘ইস্কুল টাইম’ নামে। শিশুদের ফোনে কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করা যাবে, তা নিয়ন্ত্রণের সুযোগ দিতে অভিভাবকদের জন্য ‘স্কুল টাইম’ নামের নতুন সুবিধা আনছে গুগল।
আরও পড়ুনঃ Google photo:গুগল ফটোতে নতুন কি আছে সবার আগে জানুন
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন এবং অন্যান্য যন্ত্র থেকে এই সুবিধা ব্যবহার করতে পারবেন অভিভাবকেরা। অ্যান্ড্রয়েডের পরবর্তী হালনাগাদে সুবিধাটি যুক্ত করা হবে।
নতুন এ সুবিধা চালু হলে শিশুদের স্মার্টফোন ব্যবহার দূর থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা। ফলে স্কুল চলাকালে শিশুদের কাছে থাকা স্মার্টফোনে ইউটিউব অ্যাপসহ বিভিন্ন অ্যাপের কার্যক্রম সীমিত করে রাখা যাবে। এমনকি স্কুল চলার সময় শিশুরা কোন কোন অ্যাপ কখন এবং কতক্ষণ ব্যবহার করতে পারবে, তা-ও নির্ধারণ করে দিতে পারবেন অভিভাবকেরা।
আরও পড়ুনঃ রেমিট্যান্স এলো ১৩ হাজার ৩৭৪ কোটি টাকা আগস্টের ১৭ দিনে
এছাড়াও চাইলে অভিভাবকরা সুবিধা মত স্কুল টাইম আপস সেটিংস নিজে পরিবর্তন করতে পারবে। ফলে আগে থেকে নির্ধারণ করা নম্বর থেকেই শুধু শিশুদের ফোনে কল করার পাশাপাশি বার্তা পাঠানো যাবে। এতে অপরিচিতরা চাইলেও শিশুদের ফোনকল বা বার্তা পাঠাতে পারবেন না। ফ্যামিলি লিংক প্যারেন্টিং কন্ট্রোল পোর্টালের সাহায্যে শিশুদের ফোন সংযুক্ত করে স্কুল টাইম সুবিধা ব্যবহার করা যাবে।
আরও পড়ুনঃ Google Pixel সকল ফোনের দাম জানুন
গুগল এক ব্লগ বার্তায় জানিয়েছে ‘শিশুদের সুরক্ষায় অভিভাবকদের উদ্বেগ কমাতে আমরা অব্যাহতভাবে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করে যাচ্ছি। প্রযুক্তির সুফল নিশ্চিত করতে শিশুদের উন্নয়ন, শিক্ষা এবং প্রযুক্তি নিয়ে কাজ করে এমন অভিজ্ঞদের সঙ্গেও কাজ করছে গুগল।’
সূত্র: নিউজ ১৮ ডটকম