6000 এমএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো M সিরিজের Samsung Galaxy M33 5G স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোন

বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় স্যামসাং মোবাইল ফোন।এতে রয়েছে 8 GB RAM এবং ইনবিল্ড 128 GB ইন্টারন্যাল স্টোরেজ। স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি-এর বাংলাদেশ দাম 32,599। Samsung Galaxy M33 5G price in Bd- 32,599

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় স্যামসাং ও পিছিয়ে নেই স্যামসাং M সিরিজ এর ফোনটি Vivo, Oppo,xiaomi, iQoo কে টক্কর দিতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি একটি ভার্সন বাংলাদেশ বাজারে  চলে আসছে  8 GB 128 GB এবং সেই সঙ্গে চারটি বিভিন্ন রঙে(Colour) চলে আসছে।

 Samsung Galaxy M33 5G

Samsung Galaxy M33 5G Full Specifications:

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি- দুইটি ভেরিয়েন্ট পাওয়া 6 জিবি রেম 128  জিবি স্টোরেজ এবং 8 জিবি রেম 128 জিবি স্টোরেজ।মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। 

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি স্মর্টফোন ডুয়াল ন্যানো সিম সহ 120 হার্টজ রিফ্রেশ রেট গরিলা গ্লাস 5 প্রটেকশন সহ 6.6ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে।একটি ৫ ন্যানোমিটার অক্টা-কোর প্রসেসর রয়েছে। ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 12 নির্ভর ওয়ানইউআই 4.1 দ্বারা পরিচালিত।

 Samsung Galaxy M33 5G

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি স্মার্টফোনটির ফটোগ্রাফির জন্য  কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ , 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং দুটি 2 মেগাপিক্সেল ডেপ্থ শুটার।এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি এফ/2.8 অ্যাপাচার সহ 8 মেগাপিক্সেলের ফ্রন্টফেসিং ক্যামেরা।4K (2160p) ভিডিও রেকর্ড করা যাবে।স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি 6000 এমএএইচ ব্যাটারি রয়েছে, যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড।

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি- স্মার্টফোনের ওজন 215 গ্রাম। 

আরো পরুন- 108 মেগাপিক্সেল ক্যামেরা  নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সি A73 

আরো পরুন- দুর্দান্ত সব ফিচার নিয়ে বাজারে আসলো Samsung Galaxy S21 FE 5G ফোন

আরো পরুন- 10 হাজার টাকা রেঞ্জে 5000 এমএইচ ব্যাটারি

Leave a Comment