5 দিনে বিক্রি ছাড়ালো 10 লক্ষ, রয়েছে স্যাটেলাইট কলিংয়ের 5G ফোন জবরদস্ত ফিচার

বাজারে ঝড় তুললো এই স্যাটেলাইট কলিংয়ের 5G ফোন, 5 দিনে বিক্রি ছাড়ালো 10 লক্ষ, রয়েছে জবরদস্ত ফিচার

নতুন আকর্ষণ নতুন ফিচারস স্যাটেলাইট কলিং এর সাথে হুয়াওয়ে তাদের হোম মার্কেটে Huawei Meta 60 সিরিজের অধীনে দুটি অত্যাধুনিক স্মার্ট ফোন লঞ্চ করে। একটি হলো Huawei Meta 60 এবং আরেকটি হলো Huawei Meta 60 Pro 5G

লঞ্চ হবার পর হুয়াওয়ে মোবাইল প্রেমিদের কাছে  প্রচুর ভালোবাসা এবং প্রশংসা পেয়েছেন। লঞ্চ হবার পাঁচ দিনের মধ্যে এত বেশি জনপ্রিয়তা লাভ করেছে সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছে। আমরা জেনেছি যে একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে চীনের প্রি- অর্ডার শুরু হওয়ার মাত্র ৫ দিনের মধ্যে এত বেশি বিক্রি হয়েছে  ৫ দিনের মধ্যেই Huawei Mate 60 Pro 5G ফোনের প্রায় ১ মিলিয়ন বা ১০ লক্ষ ইউনিট বিক্রি হয়ে গেছে । আরো ধারণা করেছে যে এরকম বিক্রি হার ধরে রাখতে পারলে। এক বছর এর মধ্যে ১২ মিলিয়ন বা তারও বেশি বিক্রি করতে পারবে।

Leave a Comment