Honor তাদের নতুন মোবাইল ফোন লঞ্চ করেছে Honor Play 50+। অনার প্ল 50+ স্পেসিফিকেশন ফোনটির মূল্য এবং ফিচার সম্পর্কে জানতে পারবো আজকে । গতকাল কোম্পানি তাদের হোম মার্কেট চীনে শক্তিশালী স্পেসিফিকেশন সহ Honor Play 50+ লঞ্চ করেছে। আরও পরুনঃ Google Pixel, OnePlus এবং Samsung ব্যবহারকারীদের জন্য সরকারি নোটিশ ঘোষণা!
অনার প্লে 50+ ফিচার
Honor Play 50 plus এই ফোনে Hi-Res audio সাপোর্টেড ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে। 3.5mm হেডফোন জ্যাক এবং চার্জিং কেবেল ইউএসবি টাইপ সি। সিকিউরিটির জন্য ফোনে সাইট মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে ব্যবহার করা হয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.1। এবং ফোনটির ওজন 199 গ্রাম।
Honor Play 50 plus এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Honor Play 50+ ফোনে আছে 10 বিট 6.8 ইঞ্চি ফুল এইচডি+ সুপার ডিসপ্লে । এটি 90Hz রিফ্রেশরেট ব্যবহার করা হয়েছ। আরও পরুনঃ Samsung Mobile Price In Bangladesh 2023
প্রসেসর: আবার Honor Play 50+ ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6020 Octacore প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ব্যাটারি: Honor Play 50 plus স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000 এমএএইচ ব্যাটারি এবং 35W ওয়াট ফাস্ট চার্জার। বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
ওএস: Honor Play 50 plus অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ওএস 7.2 তে কাজ করে। Motorola লঞ্চ করল নতুন ফোন 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ বাজারে আসছে, জেনে নিন দাম
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য,Honor Play 50+ ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। টাইম ল্যাপস, সিনেম্যাটিক ফিল্টার ও অডিও জুম সাপোর্ট করবে 4k পযন্ত ভিডিও রেকর্ড করা যাবে। ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের এবং একটি 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে এখনও পর্যন্ত এই ফোনের ক্যামেরা সেন্সর সম্পর্কে কিছু জানা যায়নি।
স্টোরেজ: Honor Play 50 plus ফোনটি একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 12 জিবি রেম 256 জিবি স্টোরেজ।