অপ্প রেনও ৭ প্রো দুর্দান্ত মডেল ও ডিজাইন সহ লঞ্চ হল Oppo Reno7 5G price in bangladesh

বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় মোবাইল oppo ফোন।এতে রয়েছে 8 GB RAM এবং ইনবিল্ড 256 GB ইন্টারন্যাল স্টোরেজ। oppo reno 7 pro -এর বাংলাদেশ দাম 35,000।

OPPO Reno 7 Pro

 

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় oppo ও পিছিয়ে নেই oppo reno 7 Pro সিরিজ এর ফোনটি Vivo, Samsung, Xiaomi, Realme, iQoo কে টক্কর দিতে চলেছে। oppo reno 7 Pro একটি ভার্সন বাংলাদেশ বাজারে  চলে আসছে  8GB 256 GB এবং সেই সঙ্গে তিনটি বিভিন্ন রঙে(Colour) চলে আসছে।

OPPO Reno 7 Pro Specifications:

Oppo Reno 7 Pro ফোনে আছে 6.55 ইঞ্চির সুপার অ্যামোলেড (AMOLED)  ডিসপ্লে।90 হার্টজ রিফ্রেশ রেট। 

আবার Oppo Reno 7 Pro ফোনে বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে ফেস আনলক ও ইন-ডিসপ্লে  ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে ও কর্নিং গরিলা গ্লাস 5 প্রটেকশন। Oppo Reno 7 Pro ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 11  ভিত্তিক ColorOS 12 কাস্টম স্কিনে রান করবে।

 

Oppo Reno 7 Pro ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 ম্যাক্স প্রসেসর। Oppo Reno 7 Proস্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 4500 এমএএইচ ব্যাটারি এবং 64 ওয়াট ফাস্ট চার্জার ।

 

ফটোগ্রাফির জন্য,Oppo Reno 7 Pro ফোনের পেছনে থাকছে তিনটি ক্যামের্ত। ক্যামেরাগুলি হল এফ/1.8 অ্যাপারচার 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর,8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এফ/2.2 অ্যাপারচার এবং 2 মেগাপিক্সেল (ম্যাক্রো)এফ/2.4 অ্যাপারচার । 4K  ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি এফ/2.4 অ্যাপারচার 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ।

Oppo Reno 7 Pro ফোনটি 8 জিবি র‌্যম 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‌্যম 256 জিবি স্টোরেজ  ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 1TB জিবি পর্যন্ত বাড়ানো যাবে। 

Oppo Reno 7 Pro স্মার্টফোনের ওজন 191 গ্রাম।

 

অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ডুয়েল সিম, ফেস আনলক, ইউএসবি টাইপ-সি, 3.5 মিমি অডিও জ্যাক,ইনফ্রারেড ইত্যাদি। 

 

 

Leave a Comment