স্যামসাং A03 বাংলাদেশ প্রাইস।Samsung Galaxy A03 price in Bangladesh

স্যামসাং গ্যালাক্সি A03,Samsung Galaxy A0310 হাজার টাকা রেঞ্জে 5000 এমএইচ ব্যাটারি এবং 48 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে বাজারে আসলো।

বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় স্যামসাং মোবাইল ফোন।এতে রয়েছে 4 GB RAM এবং ইনবিল্ড 64 GB ইন্টারন্যাল স্টোরেজ। স্যামসাং গ্যালাক্সি A03-এর বাংলাদেশ দাম 15,999।

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় স্যামসাং ও পিছিয়ে নেই স্যামসাং সিরিজ এর ফোনটি Vivo, Oppo,xiaomi, iQoo কে টক্কর দিতে চলেছে। Samsung গ্যালাক্সি A03 একটি ভার্সন বাংলাদেশ বাজারে  চলে আসছে  4 GB 64 GB এবং সেই সঙ্গে তিনটি বিভিন্ন রঙে(Colour) চলে আসছে।

Samsung Galaxy A03 Full Specifications:

স্যামসাং গ্যালাক্সি এ০৩ দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাবে 3 জিবি রেম 32 জিবি স্টোরেজ এবং 4 জিবি রেম 64 জিবি স্টোরেজ।মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

 স্যামসাং গ্যালাক্সি এ০৩ স্মর্টফোন ডুয়াল ন্যানো সিম 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস (720×1,600 পিক্সেল) ইনফিনিটি-ভি TFT ডিসপ্লে রয়েছে।1.6 গিগাহার্টজ ক্লক রেটের অক্টা কোর ইউনিসক টি606 প্রসেসর। ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 11 নির্ভর ওয়ানইউআই 3.1 দ্বারা পরিচালিত।

স্যামসাং গ্যালাক্সি এ০৩ স্মার্টফোনটির পেছনে LED ফ্ল্যাশ লাইট সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর,একটি 2 মেগাপিক্সেল ডেপ্থ শুটার।এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।  

স্যামসাং গ্যালাক্সি এ০৩ 5000 এমএএইচ ব্যাটারি রয়েছে, যা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। 

স্যামসাং গ্যালাক্সি এ০৩ স্মার্টফোনের ওজন 196 গ্রাম। 

স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল আছে, 4G LTE, জিপিএস/এ-জিপিএস, ওয়াই-ফাই, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি ৩.৫মিমি হেডফোন জ্যাক।

Leave a Comment