বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩ ও অনলাইন ফরম (Widow application form) পূরণ কিভাবে করবেন, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ১০ আগস্ট তারিখ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত mis.bhata.gov.bd/onlineApplication লিংকে বিধবা ভাতার আবেদন করা যাবে। বিধবা ভাতার জন্য অনলাইনে আবদেন করতে ইউপি বা পৌরসভা বা সিটিকর্পোরেশনে যোগাযোগ করুন।
বিধবা ভাতা কারা পাবে?
সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।অনেকের প্রশ্ন থাকে বিধবা ভাতা মূলত কাদের জন্য? যাদের স্বামী মারা গেছে এবং আর্থিকভাবে তার পরিবার অসচ্ছল তারাই কেবল এই বিধবা ভাতাটি পেয়ে যাবেন। যিনি দুঃস্থ, অসহায়, প্রায় ভূমিহীন, বিধবা বা স্বামী নিগৃহীতা এবং যার ১৬ বছর বয়সের নীচে ২টি সন্তন রয়েছে, বিধবা ভাতা আবেদন ফরম 2023 অনলাইন তিনি ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তার পরিবার আর্থিকভাবে সচ্ছল হয়ে থাকে তাহলে সে ভাতা পাবেন না। মূলত সরকার গরিব দুস্থদের জন্য এই ভাতা পদ্ধতি চালু করেছেন। বয়ঃবৃদ্ধা অসহায় ও দুঃস্থ বিধবা বা স্বামী নিগৃহীতা মহিলাকে অগ্রাধিকার প্রদান করা হবে। প্রার্থীর বার্ষিক গড় আয়ঃ অনূর্ধ ১২,০০০ (বার হাজার) টাকা হতে হবে। বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।বিধবা ভাতা আবেদন ফরম 2023 অনলাইন
অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩ । বিধবা ভাতা অনলাইন আবেদন করার জন্য কি কি লাগে নিচের ধাপগুলো অনুসরণ করুন
1.প্রথমে, ভিজিট করুন https://mis.bhata.gov.bd/onlineApplication
2.জাতীয় পরিচয় পত্রের কপি
3. স্বামীর মৃত্যুর সনদ বা প্রমানপত্র (Death Certificate)
4. আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
5. সচল মোবাইল নাম্বার;
6.মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি)
7. অন্যান্য তথ্যসমূহ দিন।
8. শেষ ধাপে, তথ্য সংরক্ষণ করে আবেদনের প্রিন্ট কপি সংগ্রহ করুন।
বিধবা ভাতা আবেদন ফরম পূরণ
বিধবা ভাতা বা বয়স্ক ভাতার যোগ্যতা ও শর্তাবলী ২০২৩
(1)সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে (2) জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে (3) বয়ঃবৃদ্ধা অসহায় ও দুঃস্থ বিধবা বা স্বামী নিগৃহীতা মহিলাকে অগ্রাধিকার প্রদান করা হবে (4) যিনি দুঃস্থ, অসহায়, প্রায় ভূমিহীন, বিধবা বা স্বামী নিগৃহীতা এবং যার ১৬ বছর বয়সের নীচে ২টি সন্তন রয়েছে, তিনি ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাব… (5) দুঃস্থ, দরিদ্র, বিধবা ও স্বামী নিগৃহীতাদের মধ্যে যারা প্রতিবন্ধী ও অসুস্থ তারা ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ।(6) প্রার্থীর বার্ষিক গড় আয়ঃ অনূর্ধ ১২,০০০ (বার হাজার) টাকা হতে হবে। (7) বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।