রেডমি নতুন মডেলের ফোনগুলো স্থায়িত্বের জন্য ডিসপ্লে ভেঙে গেলে ডিসপ্লে অফার করছে। তারা স্কিন রিপ্লেসমেন্ট করে দিবে Redmi Note 13 Pro Plus হল প্রথম রেডমি নোট, যা ডিসপ্লের জন্য গরিলা গ্লাস ভিকটাস (Gorilla Glass Victus)-এর সুরক্ষা জন্য আইপি৬৮ (IP68) রেটিং প্রদান করবে৷ যার ফলে বৃষ্টির পানি ধুলাবালি থেকে রক্ষা করবে।
Redmi Note 13 সিরিজ আগামী ২১ সেপ্টেম্বর চীনে লঞ্চ হবে বলে ইতিমধ্যেই শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি ঘোষণা করেছে (Xiaomi) নোট ১৩ সিরিজের অধিনে আপাতত তিনটি মডেলের মোবাইল বাজারে আনবে আনবে বলে শোনা যাচ্ছে – স্ট্যান্ডার্ড Redmi Note 13, Note 13 Pro এবং Note 13 Pro+
রেডমি নোট ১৩ প্রো এবং নোট ১৩ প্রো প্লাস লঞ্চের পরেই যারা এই নতুন ফোনগুলো ক্রয় করবে তাদের জন্য কোম্পানির তরফ থেকে বিশেষ অফার বরাদ্দ করা হয়েছে। তাদের জন্য এক বছরের ফ্রি স্ক্রীন রিপ্লেসমেন্ট অফার ঘোষণা করেছেন। নতুন ফোন গুলো ক্রয় করার পর এক বছরের মধ্যে ডিসপ্লেতে কোন সমস্যা হলে তারা ফ্রি সার্ভিস করে দিবে।