Snapdragon প্রসেসর ও 64 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে লঞ্চ হল Vivo V21e,Vivo V21e Review in Bangladesh,

বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় Vivo মোবাইল ফোন।এতে রয়েছে 8 GB RAM এবং ইনবিল্ড 128 GB ইন্টারন্যাল স্টোরেজ। Vivo V21e-এর বাংলাদেশ দাম 26,990। vivo v21e price in bangladesh 2022-26,990

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় Vivo ও পিছিয়ে নেই Vivo V সিরিজ এর ফোনটি Vivo, Samsung, Oppo,xiaomi, iQoo কে টক্কর দিতে চলেছে। Vivo V21e একটি ভার্সন বাংলাদেশ বাজারে  চলে আসছে  8 GB 128 GB এবং সেই সঙ্গে দুইটি বিভিন্ন রঙে(Colour) চলে আসছে ।

Vivo V21e

Vivo V21e- Specification:

Vivo V21e ফোনে আছে 6.44 ইঞ্চির অ্যামোলেড (AMOLED)ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে ।

আবার Vivo V21e ফোনে  বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে ফেস আনলক ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে ।

Vivo V21e  ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 11  ভিত্তিক Funtouch 11.1 কাস্টম স্কিনে রান করবে।

Vivo V21e Review in Bangladesh

ফটোগ্রাফির জন্য, Vivo V21e ফোনের পেছনে থাকছে 3 টি ক্যামেরা ।ক্যামেরাগুলি হল এফ/1.9 অ্যাপারচার 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর,  8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এফ/2.2 অ্যাপারচার, এবং 2 মেগাপিক্সেল (ম্যাক্রো) । 4k ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি এফ/2.0 অ্যাপারচার 44 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ।

Vivo V21e ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে Qualcomm SM7125 Snapdragon 720G প্রসেসর।

Vivo V21e  স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 4000 এমএএইচ ব্যাটারি এবং 33 ওয়াট ফাস্ট চার্জার 

Vivo V21e ফোনটি 8 জিবি রেম 128 জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

Vivo V21e ডায়মন্ড ফ্লেয়ার এবং রোমান ব্ল্যাক কালারে পাওয়া যাবে। 

Vivo V21e স্মার্টফোনের ওজন 171 গ্রাম।

অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ডুয়েল সিম, ফেস আনলক, ইউএসবি টাইপ-সি, 3.5 মিমি অডিও জ্যাক,ইনফ্রারেড ইত্যাদি। 

Leave a Comment