ফটোগ্রাফির জন্য বিশেষ ফিচার সহ বাজারে আসছে ওপ্পোর নয়া ফোন। Oppo Find N3

ওপ্পো (Oppo) তাদের Find সিরিজের ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে Oppo Fined N3 ফোল্ডেবল ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আগামী ১৯ অক্টোবর লঞ্চ হবে অপ্প ফাইন্ড ডিভাইসটির ট্রেনিং মেটিরিয়াল অনলাইনে ফাঁস হয়েছে ফোনটি স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ সেগমেন্টে বের করা হয়েছে। Oppo Fined N3 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানবো আজ।  স্যামসাং গ্যালাক্সি এস 24 আল্ট্রা ক্যামেরা ফিচার ফাস

Highlights 

  1. ওপ্পো ফাইন্ড এন৩ আগামী ১৯ অক্টোবর লঞ্চ হবে।
  2. Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট দ্বারা চালিত হবে।
  3. Oppo Find N3-এ সনি (Sony)-এর লেটেস্ট LYTIA 800 ক্যামেরা সেন্সর থাকবে।

OPPO Find N3 এর দাম কত?

ভারতের বাজারে OPPO Find N3 ফোনটি 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে প্রকাশ করা হয়েছে। ব্ল্যাক ও ক্রিম দুইটি ভিন্ন কালারে আসবে। ভারতের বাজারে আনুমানিক দাম ধরা হয়েছে 94,999 টাকা। Samsung Galaxy S24 সিরিজ আগামী বছরের শুরুতে লঞ্চ হতে পারে

Oppo Find N3-এর ক্যামেরার বিশেষত

ওপ্পো ফাইন্ড এন৩ ক্যামেরায় সনির ম্যাজিক ডিভাইসটি হাইলাইটগুলিকে অতিরিক্ত এক্সপোজ না করেই স্বাভাবিক আলোতে সংরক্ষণ করতে পারে। Oppo Find N3-এ সনি (Sony)-এর লেটেস্ট LYTIA 800 সেন্সর ব্যবহার করেছে। দ্বি-স্তরীয় ট্রানজিস্টর পিক্সেল স্ট্রাকচার ব্যবহার করা হবে। বেশি আলো ক্যাপচার করতে পারে ও নয়েজ কমিয়ে ভাল একটা ছবি বের করতে পারে। Oppo Find N3-এর ক্যামেরার ক্ষমতা গ্রাহকদের মন জয় করে নিবে বলে আসা করে।

Oppo Find N3 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে: Oppo Find N3 ফোনে 7.82-ইঞ্চির এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন প্রাইমারি ডিসপ্লে । এটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে। বাংলাদেশ অ্যাপেল ওয়াচ এর দাম কত? আইফোন ১৫ সিরিজের দাম কত

প্রসেসর: আবার  Oppo Find N3 ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 

ব্যাটারি: Oppo Find N3 স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 4805 এমএএইচ ব্যাটারি এবং 100W ওয়াট ফাস্ট চার্জার এছাড়া এই। বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

ওএস: ওপ্পো ফাইন্ড এন৩ ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 13 অপারেটিং সিস্টেম রান করবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য,এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ক্যামেরাগুলি হল 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ও 64 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 32 + 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

স্টোরেজ: ওপ্পো ফাইন্ড এন৩ ফোনটি 16GB RAM +1TB স্টোরেজ যোগ করেছে।

Leave a Comment