Redmi Note 13 Pro+ 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

শাওমি (Xiomai) তাদের Redmi Note সিরিজের ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে Redmi Note 13 Pro+ 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আগামীতে লঞ্চ হবে রেডমি ডিভাইসটির ট্রেনিং মেটিরিয়াল অনলাইনে ফাঁস হয়েছে ফোনটি স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ সেগমেন্টে বের করা হয়েছে। Redmi Note 13 Pro+ ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানবো আজ। 

Highlights 

  • 200MP প্রাইমারি ক্যামেরা সেন্সর
  • 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ।
  • MIUI 14 থাকতে পারে।

Redmi Note 13 Pro+ 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে: Redmi Note 13 Pro+ 5G ফোনে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ টাচস্ক্রিন ডিসপ্লে । এটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।

প্রসেসর: আবার Redmi Note 13 Pro+ ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 আলট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। 

ব্যাটারি: Redmi Note 13 Pro+ স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচ ব্যাটারি এবং 120W ওয়াট ফাস্ট চার্জার এছাড়া এই।

ওএস: Redmi Note 13 Pro+ ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 13 অপারেটিং MIUI 14 সিস্টেম রান করবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য,এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ক্যামেরাগুলি হল OIS ফিচারযুক্ত স্যামসাং 200MP ISOCELL HP3 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

স্টোরেজ: Redmi Note 13 Pro+ ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ যোগ করেছে।

Leave a Comment