ভিভো (Vivo) তাদের X সিরিজের ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে Vivo X100 । বাংলাদেশে একটি জনপ্রিয় ভিভো মোবাইল ফোন। X এই সিরিজে কোম্পানি Vivo X100 স্মার্টফোন চীনে পেশ করা হয়ছে। নয়া সিরিজের অধীনে মোট তিনটি স্মার্টফোন আসবে, যথা – Vivo X100, X100 Pro, এবং X100 Pro+ (ভিভো মোবাইল প্রাইস ইন বাংলাদেশ)।
বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় ভিভো ও পিছিয়ে নেই ভিভো- X সিরিজ এর ফোনটি Oppo, xiaomi কে টক্কর দিতে চলেছে।
Highlights
- Vivo X100 5G Sony IMX920 প্রাইমারি সেন্সর।
- ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
- MediaTek Dimension 9300 দেওয়া হয়েছে।
Vivo X100 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo X100 ফোনে 6.82-ইঞ্চির এঅ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। এটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।
আরও পরুনঃ Oppo Find N3 ফোন বাজারে আসছে হ্যাসেলব্লাডে ক্যামেরার সাথে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য,এই ফোনে তিনটি ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ক্যামেরাগুলি হল 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 12+12 মেগাপিক্সেল ক্যামেরা। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
প্রসেসর: আবার ভিভো ১০০ ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে MediaTek Dimension 9300 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ব্যাটারি: ভিভো ১০০ স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 44W ওয়াট ফাস্ট চার্জার এছাড়া এই। বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
আরও পরুনঃ ফটোগ্রাফির জন্য বিশেষ ফিচার সহ বাজারে আসছে ওপ্পোর নয়া ফোন
ওএস: Vivo X100 ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 13 অপারেটিং ফানটাচ ওএস 14 (Funtouch OS 13) সিস্টেম রান করবে।
স্টোরেজ: Vivo X100 ফোনটি ৮ জিবি এবং ১৬ জিবি র্যাম এর সঙ্গে মোট 256 জিবি এবং 512 জিবি স্টোরেজের পাওয়া যাবে।