আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল বেশি ছিল। চলতি সপ্তাহের প্রথম দিকে সোমবার (২৫ সেপ্টেম্বর) স্বর্নের দাম কিছুটা গ্রাহকদের হাতের নাগালে এসেছেন। তথ্যসূত্রে রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। Redmi 13C গ্লোবালি লঞ্চ হল সম্ভাব্য স্পেসিফিকেশন
(২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। (বাজুস) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়। ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়। 12 GB পর্যন্ত RAM এবং 100MP ক্যামেরা সহ আন্তর্জাতিক বাজারে লঞ্চ হল Huawei Nova 11 SE
স্বর্ণের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৮৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯৬০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২২৫ টাকা কমিয়ে ৯৫ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৯ টাকা কমিয়ে ৮১ হাজার ৭৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৮ হাজার ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবার সোনার মূল্য কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার মূল্য । বর্তমানে ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার ভরি দাম এক হাজার ৭১৫ টাকা।