অপ্পো ফাইন্ড এক্স তিন প্রো প্রাইস Photographer Edition Oppo Find X3 Pro নিয়ে বাজারে আসলো
বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় মোবাইল ফোন।এতে রয়েছে 16 GB RAM এবং ইনবিল্ড 512 GB ইন্টারন্যাল স্টোরেজ।OPPO Find X3 Pro-এর বাংলাদেশ দাম 97,500।
Oppo Find X3 Pro
OPPO Find X3 Pro Full Specifications:
বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় OPPO ও পিছিয়ে নেই OPPO সিরিজ এর ফোনটি Vivo, Samsung ,Xiaomi, Realme, iQoo কে টক্কর দিতে চলেছে।
OPPO Find X3 Proএকটি ভার্সন বাংলাদেশ বাজারে চলে আসছে 16 GB 512 GB এবং সেই সঙ্গে তিনটি বিভিন্ন রঙে (Colour) আসতে চলেছে। 5,400mAh Battery সহ লঞ্চ হল বাজারে Redmi A1
OPPO Find X3 Pro ফোনে আছে 6.67 ইঞ্চির QHD+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে । 120 হার্টজ রিফ্রেশ রেট। 6000 mAh শক্তিশালী ব্যাটারি সাথে নিয়ে এলো Realme C25 ফোন
আবার OPPO Find X3 Pro ফোনে বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে ফেস আনলক ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে ও কর্নিং গরিলা গ্লাস 5 প্রটেকশন। ২০৩০ বিশ্বকাপ: তিনটি মহাদেশের ও ছয়টি দেশে আয়োজিত হবে
OPPO Find X3 Pro ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 11 ভিত্তিক ColorOS 11 কাস্টম স্কিনে রান করবে।
ফটোগ্রাফির জন্য,OPPO Find X3 Pro ফোনের পেছনে থাকছে 4 টি ক্যামেরা ।ক্যামেরাগুলি হল এফ/1.8অ্যাপারচার 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেল ডেপ্থ শুটার এফ/2.4 অ্যাপারচার, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এফ/2.2 অ্যাপারচার এবং 3 মেগাপিক্সেল (ম্যাক্রো)এফ/2.4 অ্যাপারচার । 4k ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি এফ/2.4 অ্যাপারচার 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ।
OPPO Find X3 Pro ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য Qualcomm SM8350 Snapdragon 888 (5 nm) প্রসেসর।
OPPO Find X3 Pro স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 4500 এমএএইচ ব্যাটারি এবং 65 ওয়াট ফাস্ট চার্জার
OPPO Find X3 Pro ফোনটি 12 জিবি র্যম 256 জিবি স্টোরেজ 16 জিবি র্যম 512 জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
OPPO Find X3 Pro স্মার্টফোনের ওজন 196 গ্রাম।
অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ডুয়েল সিম, ফেস আনলক, ইউএসবি টাইপ-সি, 3.5 মিমি অডিও জ্যাক,ইনফ্রারেড ইত্যাদি।