Samsung এর ফ্যানদের জন্য গত 17 জানুয়ারি বড় ইভেন্ট আয়োজন করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে এই দিন Samsung Galaxy S24 সিরিজ পেশ করা হয়েছে। এই সিরিজে Samsung Galaxy S24, Galaxy S24+ এবং Galaxy S24 Ultra নামের তিনটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করা হয়েছে।
বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় স্যামসাং ও পিছিয়ে নেই স্যামসাং- S সিরিজ এর ফোনটি Vivo, Oppo, xiaomi, iQoo কে টক্কর দিতে চলেছে। Samsung Galaxy S24 একটি ভার্সন বাংলাদেশ বাজারে চলে আসছে 8 GB 256 GB এবং সেই সঙ্গে তিনটি বিভিন্ন রঙে(Colour) চলে আসছে।
Samsung Galaxy S24 স্পেসিফিকেশন:
Samsung Galaxy S24 দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাবে 8 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম 512 জিবি স্টোরেজ।(স্যামসাং গ্যালাক্সি S24)। 120 হার্টজ রিফ্রেশ রেট।
স্যামসাং গ্যালাক্সি S24 স্মার্টফোনে 6.2 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই ডিসপ্লে ডায়নামিক এমোলেড প্যানেল দিয়ে তৈরি। প্রসেসর দেওয়া হয়েছে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত স্যামসাঙ এক্সিনস 2400 ডেকাকোর দেওয়া রয়েছে। ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 14 নির্ভর ওয়ানইউআই 6.1 দ্বারা পরিচালিত।
স্যামসাং গ্যালাক্সি s24 স্মার্টফোনটির পেছনে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে ফ্ল্যাশ লাইট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স যোগ করা হয়েছে
স্যামসাং গ্যালাক্সি S24 ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
স্যামসাং গ্যাডিসপ্লে-S24 4,000 এমএএইচ ব্যাটারি রয়েছে, ফোনটি দ্রুত চার্জ করার জন্য ফাস্ট চার্জিঙের পাশাপাশি ওয়্যারলেস চার্জিং ফিচারও দেওয়া হয়েছে। এছাড়া বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি S24 Amber Yellow, Cobalt Violet এবং Onyx Black কালারে পাওয়া যাবে