Samsung Galaxy A13: বাজারে নিয়ে আসলো স্যামসাং গ্যালাক্সি a13 চলতি বছরের সব থেকে সস্তা স্মার্টফোন ফোন  

বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় স্যামসাং মোবাইল ফোন।এতে রয়েছে 6 GB RAM এবং ইনবিল্ড 128 GB ইন্টারন্যাল স্টোরেজ। স্যামসাং গ্যালাক্সি a13 বাংলাদেশ প্রাইস৳18,999.00।(স্যামসাং মোবাইল প্রাইস ইন বাংলাদেশ)

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় স্যামসাং ও পিছিয়ে নেই স্যামসাং-A সিরিজ এর ফোনটি Vivo, Oppo,xiaomi, iQoo কে টক্কর দিতে চলেছে। Samsung Galaxy A13 একটি ভার্সন বাংলাদেশ বাজারে  চলে আসছে 6 GB 128 GB এবং সেই সঙ্গে চারটি বিভিন্ন রঙে(Colour) চলে আসছে। (স্যামসাং গ্যালাক্সি a13)

Samsung Galaxy A13 স্পেসিফিকেশন:

Samsung Galaxy A13 দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাবে 4 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ।(স্যামসাং গ্যালাক্সি a13)

 Samsung Galaxy A13 স্মার্টফোন ডুয়াল ন্যানো সিম 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লের রয়েছে।প্রসেসর দেওয়া হয়েছে নিজস্ব এক্সিনস 850 অক্টা-কোর প্রসেসর। ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 12 নির্ভর ওয়ানইউআই 4.1 দ্বারা পরিচালিত।

Samsung Galaxy A13 স্মার্টফোনটির পেছনে থাকছে 4 টি ক্যামেরা সেটআপ  50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর,একটি 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, একটি 2 মেগাপিক্সেল ডেপ্থ শুটার,এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা‌।

স্যামসাং গ্যালাক্সি a13 ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। 

স্যামসাং গ্যালাক্সি a13 5000 এমএএইচ ব্যাটারি রয়েছে, যা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড।এছাড়া বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে  সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

Samsung Galaxy A13 স্মার্টফোনের ওজন 195 গ্রাম। 

আরো পরুন- Samsung Galaxy A13 চলতি বছরের সব থেকে সস্তা স্মার্টফোন ফোন। (স্যামসাং গ্যালাক্সি a13)

আরো পরুন- OxygenOS 11.2.4.4 সাথে নিয়ে এলো OnePlus 9R ফোন। (স্যামসাং গ্যালাক্সি a13)

আরো পরুন- 17 মিনিটেই ফুল চার্জ (স্যামসাং গ্যালাক্সি a13)

আরো পরুন- গ্যালাক্সি S22 আলট্রা স্মর্টফোন (স্যামসাং গ্যালাক্সি a13)

Leave a Comment