You Tube: শর্টসে তাক লাগানো নতুন ফিচার বাড়বে আয়

নতুন এই ফিচার ব্যবহার করে শর্টস নির্মাতাদের ভিডিও বাড়ার সঙ্গে আয়ও বাড়বে। আশা করা হচ্ছে আগামী দিনে টিকটক থেকে বেশ জনপ্রিয়তা পাবে ইউটিউব ‘শর্টস’।

আরও পড়ুন: বাংলাদেশে রিয়েলমি সি৫৩ এর দাম কত ?

শর্টসে অফিশিয়াল মিউজিক ভিডিও ক্লিপ যুক্ত করার নতুন ফিচার নিয়ে এসেছে You Tube

শর্টসে রিমিক্স ভিডিও তৈরির জন্য ক্রিয়েটরদের ‘রিমিক্স’ অপশনে ট্যাপ করতে হবে। এখানে ব্যবহারকারীরা চারটি বিকল্প পাবেন- সাউন্ড, গ্রিন স্ক্রিন, কাট ও কোলাব। রিমিক্স ফিচারে ক্রিয়েটররা ভিডিও থেকে শব্দ নিতে পারবেন বা তারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কেটে শর্টস-এ অন্তর্ভুক্ত করতে পারবেন।

আরও পড়ুন: রিয়েলমি c51 দাম কত। Realme C51 Price in Bangladesh 8 128

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও আদান-প্রদানের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় ইউটিউবের শর্টস ভিডিও। 

সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ‘শর্টস’ ভিডিও তৈরি করে আয়ও করছেন অনেকে। আর তাই শর্টস ভিডিওর সংখ্যা বাড়াতে মিউজিক ভিডিও রিমিক্স করার সুযোগ চালু করল ইউটিউব।

Leave a Comment