iPhone 15 prices:দীর্ঘ প্রতীক্ষার পর বাজারে আসলো iphone 15,বাজারে আসতেই শুরু হয়ে গেল হইচই।

চলতি বছর সেপ্টেম্বরের ১২ তারিখ বাজারে iphone কোম্পানি তাদের নতুন সিরিজের ফোন iphone 15 বাজারে লঞ্চ করেছেন। iphone 15 এ পাঁচটি আকর্ষণীয় কালার থাকবে বলে জানিয়েছেন অ্যাপল কোম্পানি।

পিঙ্ক, ইয়লো, গ্রিন, ব্লু এবং ব্ল্যাক। iPhone 15-এ ৪৮ (48MP) মেগা পিক্সলের ক্যামেরা রয়েছে। যা যেকোনো ছবিকে সূক্ষ্ম ও আকর্ষণীয় করে তুলে মুহূর্তেই। এছাড়াও সেকেন্ডারি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন ২৪ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও সামনে সেলফি ক্যামেরায় ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

এছাড় iphone ১৫ এ ৪k মোডে ভিডিও রেকর্ডিং করা সম্ভব। ফোনটিতে 6.1 ইঞ্চির স্ক্রিন রয়েছে।যা 1284 x 2778 পিক্সেল রেট প্রদান করে। এছাড়া iphone 15 প্লাসে 6.7 ইঞ্চ স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এছাড়াও প্রথমবারের মতো অ্যাপল তাদের iphone সিরিজে টাইপ সি কেবল ব্যবহার করছে।

এছাড়াও iphone 15 ফোনটি IOS 17 তে রান করবে বলে জানিয়েছেন অ্যাপল কোম্পানি। এছাড়াও এতে শক্তিশালী চিপ সেট Apple A17 Bionic (5 nm) ব্যবহার করা হয়েছে। এছাড়াও iphone ১৫ ফোনটিতে 4000 mh এর শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে বিশ ওয়ার্ডের শক্তিশালী চার্জিং সাপোর্ট চার্জার ব্যবহার করা হয়েছে।এই ছিল এবারের iphone ১৫ এর সংক্ষিপ্ত স্পেসিফিকেশন।

Leave a Comment