জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ সংশোধন ক্ষমতা জেলার প্রশাসকের? জন্ম নিবন্ধন সংশোধন আবেদন নিষ্পত্তি কর্তৃপক্ষ ২০২৪

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০২৪ 

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০০৪ অনুযায়ী দেশের অভ্যন্তরে জন্ম ও মৃত্যু সনদের তথ্য সংশোধন নিয়ে নতুন আদেশ জারি করা হয়েছে –জন্ম নিবন্ধন সংশোধন আবেদন নিষ্পত্তি কর্তৃপক্ষ ২০২৪।

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০০৪ এর ১৫ ধারা অনুযায়ী দেশের অভ্যন্তরে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের তথ্য সংশোধনের আবেদন (সনদ প্রদানের ৯০ দিন অতিক্রান্ত হয়েছে এরুপ ক্ষেত্রে) নিষ্পত্তি করার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ ক্ষমতাপ্রাপ্ত। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০০৪ এর ১৫ ধারা অনুযায়ী উপর্যুক্ত ক্ষেত্রে জন্ম ও মৃত্যু সনদের সংশোধনের আবেদনসমূহ নিষ্পত্তি করার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ-কে অনুরোধ করা হয়েছে।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের তথ্য অনুসারে, ২ জানুয়ারি পর্যন্ত সংশোধনের জন্য আবেদন জমা পড়েছে ৩ লাখ ৪৮ হাজার ২৪৫টি। গত কয়েক মাসে এ আবেদনগুলো জমেছে। শুধু জন্মসাল সংশোধনের জন্য রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে আবেদন জমা পড়েছিল ৩৯ হাজার ২২৯টি। এই অফিস আদেশ জারির সঙ্গে সঙ্গে জন্মসাল আবেদনগুলো এলাকা অনুসারে ডিসি ও ইউএনওর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

জন্ম নিবন্ধন যাচাই করার উপায় কি? ২০২৪ 

জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড বা অনলাইন কপি ডাউনলোড করার জন্য একই নিয়মে everify.bdris.gov.bd ভিজিট করে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ (yyy-dd-mm) লিখে সাবমিট করলে জন্ম নিবন্ধন যাচাই কপি দেখতে পাবেন। অনলাইন কপি আপনার সামনে চলে আসলে এটি খুব সহচে ডাউনলোড করে নিতে পারবেন।

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৪ । পিতা মাতার জন্ম নিবন্ধন সনদ নম্বর বাধ্যতামূলক করা হয়েছে

  • প্রথমে Birth Registration লিখে গুগল কর এবং ২য় লিংক নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এ ক্লিক করুন।
  • জন্ম নিবন্ধন মেন্যূতে টাচ করলেই অনেকগুলো মেন্যু দেখাবে।
  • সেখান থেকে মৃত্যু নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এ ক্লিক করুন।
  • জন্ম নিবন্ধন নম্বর * এবং জন্ম তারিখ * ইনপুট করে অনুসন্ধান বা Search Button এ ক্লিক করুন। দেখবেন সনদধারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ইত্যাদি দেখাবে। নির্বাচন করুন এ ক্লিক করুন।
  • কনফার্ম এ ক্লিক করুন। দেশ * বিভাগ * জেলা * সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট / উপজেলা * পৌরসভা / ইউনিয়ন * অফিস * ইত্যাদি তথ্য সিলেক্ট করুন। পরবর্তীতে ক্লিক করুন।
  • সংশোধিত তথ্য দিন। জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ও বর্তমান ঠিকানা, আবেদনকারীর তথ্য নিজ দিন।
  • মোবাইল নম্বর এবং সংযোজন বা সংযুক্তি দিন।
  • ফি আদায় সিলেক্ট করুন এবং সাবমিট দিন।

আপনার পিতা/মাতার নাম সংশোধন করার নিয়ম কি? ২০২৪ 

যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর থাকে, তাহলে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করে তাদের নাম সংশোধন করে আসতে হবে। এরপর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে থাকেন, তবে তাদের নাম সংশোধন করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করলে সেখানে পিতা/মাতার সংশোধিত নাম দেখা যাবে। আর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না দিয়ে থাকেন, তবে আপনার জন্ম নিবন্ধন নম্বরের সাথে পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাপ করতে হবে। পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাপ করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করলে, সেখানে পিতা/মাতার সংশোধিত নাম দেখা যাবে।

Leave a Comment