অনলাইনে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম ২০২৪

 ড্রাইভিং লাইসেন্স চেক ২০২৪। 

অনলাইনে মাধ্যমে খুব সহজেই ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স চেক করুন। বর্তমানে সময়ের সাথে সাথে ড্রাইভিং লাইসেন্সের আগের তুলনা অনেক পরিবর্তন এসেছে। আমরা অল্প সময়ের মধ্যে কি ভাবে অনলাইনে পেতে পারি ড্রাইভিং লাইসেন্স। 

লাইসেন্স এর অর্থ কি? অনুমতিপত্র হলো কোনকিছু করা, ব্যবহার করা বা নিজের করে নেয়ার প্রাতিষ্ঠানিক অনুমতি।

ড্রাইভিং লাইসেন্স করতে কত সময় লাগে?

 ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স।ড্রাইভিং লাইসেন্সের করতে গেলে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ। ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীর অপেশাদার হলে নূন্যতম বয়স ১৮ বছর এবং পেশাদার জন্য বয়স ২১বছর হতে হবে। ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীর মানসিক ও শারীরিক সুস্থ সবল হতে হবে। 

ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে বা আবেদন পর কিভাবে হাতে পাওয়া যায় সমস্ত নিয়ম নিয়ে আলোচনা করবো। 

ড্রাইভিং লাইসেন্সের করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র ও ফিল্ড টেস্ট, বায়োমেট্রিক ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল ছবি ও আঙ্গুলের ছাপ সহ অন্যান্য কাজ শেষ গ্রাহকদের অপেক্ষা করতে হবে। এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুধাবন পরে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি চলে যায়।অনলাইনে ঘরে বসে আবেদন ও মাত্র ১ বার বিআরটিএ অফিস গিয়ে নিজ বাসার ঠিকানা পাবেন স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এই উদ্যোগ মন্ত্রণালয়ের। ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স ২০২৪

লার্নার ড্রাইভিং লাইসেন্স এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স এর পরিবর্তে অনলাইন বেজড একটি কম্বাইন্ড ফরম ১৬ নভেম্বর ২০২২ তারিখ থেকে বিআরটিএ সার্ভিস পোর্টালে বিএসপি চালু করে এবং এর মাধ্যমে আবেদনকারী কে তিন থেকে চার বারের পরিবর্তে শুধু একবার পরীক্ষা কেন্দ্র পরিক্ষা প্রদান ও বায়ো-এনরোলমেন্টর জন্য যেতে হবে। 

এছাড়াও অনলাইনে মাধ্যমে এ সিস্টেমে আবেদনকারী অনলাইনে ভেরিফিকেশন বেজড QR কোড, লার্নার লাইসেন্স গ্রহণ ,পরীক্ষার ফলাফল জানা, ফি প্রদান , সিস্টেম জেনারেল স্মার্ট কার্ড আবেদন দাখিল, QR কোড বেজড সিস্টেম মোটরযান চালনার অনুমতিপত্র এবং আবেদন কার্ড প্রস্তুত প্রতিটি বিষয়ে জানতে পারে।

অনলাইনে মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের খুব সহজেই ৩টি পদ্ধতি মাধ্যমে চেক করলে এর অবস্থা ও স্ট্যাটাস পেতে পারি। 

DL চেকার এপসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স টি আপনি আপনার মোবাইলে play store থেকে সার্চ বাটনে গিয়ে  DL Checker App লিখে সার্চ হবে। DL Checker লেখার সাথে নিচেই ইন্টারফেস চলে আসবে

ছবিঃservicebd.info

আপনি  APP ইনস্টল করে Open দিলে সকল তথ্য পেতে পারেন।

 ড্রাইভিং লাইসেন্স চেক ২০২৪।  ছবিঃservicebd.info

এখানে open পরে ড্রাইভিং লাইসেন্স করতে তিনটি বিষয় আপনাকে পূরণ করতে হবে।

  • DL No অথবা BRTA Ref. No. 
  • আবেদনকারীর জন্ম তারিখ। 

আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদনের কার্যক্রম তথা বায়োমেট্রিক ( ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল ছবি ও আঙুলের ছাপ) এসব পর স্লিপ দেওয়া হয় BRTA মাধ্যমে রেফারেন্স পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্সের থাকলে লাইসেন্সের নম্বর পাওয়া যাবে। প্রথম দুটি অপশন পূরণ করে নিচের সবুজ চিহ্নিত সার্চ বাটনে ক্লিক করলে আপনার ড্রাইভিং লাইসেন্সের ছবি চলে আসবে এবং সকল পরিচয় পত্র সহ যাবতীয় কাযক্রম তথ্য পেয়ে যাবেন। 

Driving license check online 2024 ছবিঃservicebd.info

BRTA ওয়েবসাইটের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স অবস্থা চেক করতে BRTA পোর্টাল নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার জন্য আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। আবেদনকারী মোবাইলে নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে  BRTA ওয়েবসাইট প্রবেশ করতে হবে। 

লাইসেন্স চেক করার নিয়ম ২০২৪ ছবিঃservicebd.info

ওয়েবসাইটে প্রবেশ করার পর সেখানে ড্যাস বোর্ডে বিভিন্ন তথ্য দেখা যাবে।

লাইসেন্স চেক করার নিয়ম ২০২৪ ছবিঃservicebd.info
রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক ২০২৪

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স দুইভাবে চেক করা যায়। (১) এসএমএস এর মাধ্যমে। (২) বিআরটিএ ওয়েবসাইটের মাধ্যমে

মোবাইলে এসএমএস মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স

মোবাইলে SMS এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক বা যাচাই করা সবচেয়ে সহজ। কেননা যে কোন মোবাইল দ্বারা ইন্টারনেট ছাড়া চেক বা যাচাই করা যায়।

প্রথমে- আপনি আপনার মোবাইলের SMS অপশনে যান।

দ্বিতীয়- এরপর টাইপ করুন DL<space> ড্রাইভিং লাইসেন্স নম্বর/DL.Ref. নম্বর।

তৃতীয়- অতঃপর পাঠিয়ে দিন ২৬৯৬৯ নম্বরে।

কিছুক্ষণ পর বা মেসেজ পাঠানোর ২- ৫ মিনিটের মধ্যেই ফিরতি মেসেজে আপনার ড্রাইভিং লাইসেন্স যাবতীয় তথ্য পেয়ে যাবেন ।

তবে মনে রাখতে হবে বর্তমানে শুধু মাত্র স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বা লাইসেন্সের আবেদনের তথ্য যাচাই করা যাবে।

বিআরটিএ ওয়েবসাইটের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক ২০২৪

আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হয়েছে কিনা চেক করার জন্য ভিজিট করুন বিআরটিএ এর এই লিংক। এখানে আপনার DL Ref No, Date of Birth দিয়ে Submit করলে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন এবং কখন ডেলিভারি দিবে জানতে পারবেন। রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক 

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক 

ড্রাইভিং লাইসেন্স করার জন্য কি কি প্রয়োজন?
  • অনলাইনে মাধ্যমে ফরম পূরণ করতে হবে। 
  • আবেদনকারীর ছবি /ছবির সাইজ ১৫০ কেবি(৩০০×৩০০ পিক্সেল) । 
  • আবেদনকারীর রেজিস্টার্ড কতৃক ডাক্তার মেডিকেল সার্টিফিকেট । 
  • জাতীয় পরিচয়পত্র। 
  • আবেদনকারীর বর্তমানে ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা ভিন্ন হলে বর্তমানে ঠিকানার ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে। 
  • বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স স্ক্যান কপি। 
  • ড্রাইভিং লাইসেন্স আবেদনকারী অনলাইনে ভুয়া তথ্য দিলে গ্রহণযোগ্য হবে না বরং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
  • নির্ধারিত ফি, ১ ক্যাটাগরি-৫১৮ টাকা, ২ ক্যাটাগরিতে -৭৪৮ টাকা অনলাইন পরিশোধ করতে হবে। 
লার্নার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি কি করা যায়?

লার্নার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি কোনো ভাবে লার্নার ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন না। বাংলাদেশ মোটরযান আইনের ১৯৮৩-এর ধারা ৩(১) এর মধ্যে স্পষ্ট করে উল্লেখ করা আছে। যখন কোনো ব্যক্তি লার্নার ড্রাইভিং লাইসেন্স গ্রহন করবে। তখন সেই ব্যক্তি উক্ত লাইসেন্স দিয়ে রাস্তা কিংবা জনবহুল স্থানে গাড়ি চালাতে পারবে না। তবে শিক্ষানবিস সময় যদি সেই ব্যক্তির সাথে তার প্রশিক্ষক থাকে। তাহলে সেই ব্যক্তি গাড়ি চালাতে পারবে। ‍ 

ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা খরচ হয়?

লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ফি:

  • মোটরসাইকেল ও হালকা মোটরযানের যেকোনো একটির জন্য ৩৪৫ টাকা।
  • মোটরসাইকেল ও যেকোনো একটি হালকা মোটরযান এক সঙ্গে লাইসেন্স করলে ৫১৮ টাকা।

স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স ফি:

  • ৫ বছরের নবায়ন ফি সহ পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি ১৬৮০ টাকা।
  • ১০ বছরের নবায়ন ফি সহ অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি ২৫৪২ টাকা।
  • আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফি ২৫০০ টাকা।

Leave a Comment