Google Map-গাড়ির জ্বালানির খরচ কমাতে কাজ করবে গুগল ম্যাপের নতুন ফিচার
Google Map সার্চ ইঞ্জিন গুগল দিন দিন বিশ্বের কাছে জনপ্রিয়তা হয়ে উঠেছে।বর্তমান বিশ্বের ইন্টারনেট ব্যবহার করেনা এমন কেউ নেই। তাই ইন্টারনেট ব্যবহার করে গুগল সার্চ দিয়ে তথ্য পাওয়া বিজ্ঞানে নতুন প্রযুক্তি। বর্তমানে প্রায় ৯১.৬৩ শতাংশ বেশি মানুষ সার্চ ইঞ্জিন গুগল ব্যবহার করে। (Google Map গুগল ম্যাপ)
বর্তমানে গুগল ম্যাপের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে।তাই এখন গুগল ম্যাপের মাধ্যমে জ্বালানি খরচ কমাতে সাহায্য করবে। নতুন ফিচার নিয়ে বেটা রান শুরু করেছে। এই ভার্সন নাম হলো “সেভ ইউ দ্যা মোস্ট ফুয়েল অর এনার্জি”। (Google Map গুগল ম্যাপ)
আরও পড়ুনঃ WhatsApp Voice Note Status
(Google Map গুগল ম্যাপ) প্রশ্ন হল গুগল ম্যাপ কিভাবে জ্বালানি কমাবে? গাড়ির দিয়ে শুরু করি, যদি বলি জায়গায় নাম জানি কোন রাস্তা দিয়ে যেতে হয় তা জানি না । দেখা গেলো জায়গায় কাছে আপনি গাড়ি নিয়ে এই ওই রাস্তা করে সঠিক জায়গায় গেলেন।এতে গাড়ি ইঞ্জিনচালিত জ্বালানি অপচয় হয়।জায়গায় যদি অচেনা হয় তাতে কোনো সমস্যা নেই আপনার কাছে অ্যান্ডয়েড স্মার্টফোন থাকলে তাতে গুগল ম্যাপ সার্চ ইঞ্জিন ব্যবহার করে কোন রাস্তা কোন স্থান দিয়ে যাওয়া যায় তা খুব সহজে লোকেশন বের করা সম্ভব। এতে আপনার গাড়ির ইঞ্জিন ভালো এবং জ্বালানি খরচ হবে তা জানিয়ে দেওয়া ফিচারটি মূল কাজ। (Google Map গুগল ম্যাপ)
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সেকশনে পরিবর্তন আছে
গুগল সার্চ ইঞ্জিন ম্যাপের মাধ্যমে গাড়ির তেল, সময় এবং খরচ কমাতে সাহায্য করবে। গুগল ম্যাপে চারটি ফিচার রয়েছে যা হলো গ্যাস, ডিজেল, ইলেকট্রনিক এবং হাইব্রিড। এগুলো গুগল ম্যাপে ধারাবাহিকভাবে সেভ এনার্জি ফিচার বাজারে নতুন করে আসবে।
আরও পড়ুনঃ Noise Colorfit Icon 2
আরও পড়ুনঃ Syska SW300 Polar