গ্লোবাল বাজারে লঞ্চ হল Google Pixel 9, Pixel 9 Pro এবং Pixel 9 Pro XL, জেনে নিন স্পেসিফিকেশন

Google তাদের Pixel 9 সিরিজের অধীনে চারটি স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। তাদের Pixel 9 সিরিজের অধীনে Pixel 9, Pixel 9 Pro, Pixel 9 Pro XL এবং Pixel 9 Pro Fold স্মার্টফোনগুলি রয়েছে। চোখ ধাঁধানো ফিচার সহ নতুনত্ব Ai ফিচার এবং দুর্দান্ত ক্যামেরা এবং প্রসেসরের সাথে বাজারে এসেছে। দীর্ঘ ব্যাটারি লাইফ এবং স্মুথ অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্সের জন্য বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Pixel 9, Pixel 9 Pro এবং Pixel 9 Pro XL স্মার্টফোনগুলির দাম স্পেসিফিকেশন সম্পর্কে জানবো আজকে।


Google Pixel 9 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Google pixel 9-তে একটি 6.3-ইঞ্চি Actua AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 20:9 অ্যাস্পেক্ট রেশিয়, 422 PPI স্মুথ (60-120Hz) রিফ্রেশ রেট, 1800 নিটস (HDR) পর্যন্ত ব্রাইটনেস ও 2700 নিটস পীক ব্রাইটনেস এবং 2,000,000:1 কন্ট্রাস্ট রেশিয় সাপোর্ট করে। Google pixel 9-তে ডিসপ্লে সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস ভিক্টস 2 প্রোটেকশন রয়েছে।

ক্যামেরা: ফোনটিতে ফটোগ্রাফির জন্য ব্যবহার করা হয়েছে দুর্দান্ত ক্যামেরা OIS সহ 50MP+48MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ৷ 50MP ওয়াইড প্রাইমারি লেন্স এবং ম্যাক্রো ফোকাস সহ 48MP আলট্রা ওয়াইড লেন্স। এই লেন্সটির বিশেষত্ব হল 8x সুপার রেঞ্জ অপ্টিকল জুম লেন্স। সেলফির বা ভিডিও কলিং এর জন্য ব্যবহার করা হয়েছে Google pixel 9-তে অটোফোকাস ƒ/2.2 অ্যাপারর্চারযুক্ত 95° আলট্রা ওয়াইড ফিল্ড অফ ভিউ সহ 10.5MP ডুয়েল PD সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

প্রসেসর: Google pixel 9 ফোনটিতে ফার্স্ট পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে  Google Tensor G4 চিপসেট সহ পেশ করা হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনটিতে Titan M2 চিপ দেওয়া হয়েছে। 

স্টোরেজ: Google pixel 9 এ 12GB + 128GB,12GB + 256GB মডেলেই পাওয়া যাবে।

ব্যাটারি: Google pixel 9 ফোনে ব্যাটারি ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে 4700mAh ব্যাটার দেওয়া হয়েছে। 24+ ঘণ্টা ব্যাটারি লাইফ, ব্যাটারি সেভার সহ 100 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে।

অন্যান্য: Google pixel 9 এ ফোনটিতে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Google VPN, জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং, অ্যাডমি, Macro Focus, Face Unblur এর মতো AI ক্যামেরা ফিচার সহ ডুয়েল সিম 5G, ওয়াইফাই 6, ব্লুটুথ v5.3 সহ বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।

Google Pixel 9 Pro এবং Pixel 9 Pro XL এ কি কি থাকছে

গুগল পিক্সেল 9 প্রো এবং গুগল পিক্সেল 9 প্রো এক্সএল স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। 


ডিসপ্লে: Google pixel 9 Pro-তে একটি 6.3-ইঞ্চি Actua AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে Pixel 9 Pro XL ফোনটিতে আরও বড়ো 6.8 ইঞ্চির Actua OLED ডিসপ্লে রয়েছে। এই দুটি স্ক্রিনে 20:9 অ্যাস্পেক্ট রেশিয়, 422 PPI স্মুথ (60-120Hz) রিফ্রেশ রেট, 1800 নিটস (HDR) পর্যন্ত ব্রাইটনেস ও 2700 নিটস পীক ব্রাইটনেস এবং 2,000,000:1 কন্ট্রাস্ট রেশিয় সাপোর্ট করে। ডিসপ্লে সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস ভিক্টস 2 প্রোটেকশন রয়েছে।

ক্যামেরা: Google Pixel 9 Pro এবং Pixel 9 Pro XL দুটি ফোনেই ফটোগ্রাফির জন্য ব্যবহার করা হয়েছে দুর্দান্ত ক্যামেরা OIS সহ 50MP+48MP+48MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ৷ সেলফির বা ভিডিও কলিং এর জন্য দুটি মডেলেই ফ্ল্যাগশিপ লেবেলের 42MP ডুয়েল PD সেলফি ক্যামেরা অটোফোকাস ƒ/2.2 অ্যাপারর্চারযুক্ত 103° আলট্রা ওয়াইড ফিল্ড অফ ভিউ যোগ করা হয়েছে।

প্রসেসর: ফার্স্ট পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে Google Pixel 9 সিরিজের দুটি ফোনের বেস মডেলে Google Tensor G4 চিপসেট এবং সিকিউরিটির জন্য এই ফোনটিতে Titan M2 চিপ দেওয়া হয়েছে।

স্টোরেজ: Google Pixel 9 Pro এবং Pixel 9 Pro XL ফোনগুলিতে 16GB RAM সাথে 128GB, 256GB, 512GB এবং 1TB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।

ব্যাটারি: ব্যাটারি ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে Google Pixel 9 Pro ফোনটিতে 4700mAh ব্যাটারি এবং টপ মডেল Google Pixel 9 Pro XL ফোনটিতে 5060mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই দুটি ফোনেই 45ওয়াট ফাস্ট চার্জিং।

Google Pixel 9 সিরিজের বাংলাদেশে দাম কত

  1. Pixel 9 ফোনটির বাংলাদেশে দাম 95,000 টাকা দাম রাখা হয়েছে। এটি ওবসিডিয়ান, পোরসেলিন, উইন্টারগ্রিন এবং পিওনি মতো তিনটি কালারে পাওয়া যাবে।
  2. Pixel 9 Pro ফোনটি বাংলাদেশে দাম 120,000.00 টাকা এবং Pixel 9 Pro XL ফোনটি দাম 1,30,000টাকা থেকে শুরু। এটি ওবসিডিয়ান, পোরসেলিন, হেজেল এবং রোজ কোয়ার্টজ মতো চারটি কালারে লঞ্চ করা হয়েছে।

Leave a Comment