Google Pixel, OnePlus এবং Samsung ব্যবহারকারীদের জন্য সরকারি নোটিশ ঘোষণা!

Google Pixel, OnePlus, Samsung এই সকল স্মার্টফোন গুলোর মাধ্যমে অনলাইন ব্যাঙ্কিং সার্ভিস এর জন্য গ্রাহক যারা ব্যবহার করে তাদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা জারি করেছে । ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টীম (CERT-In) এর বক্তব্য অনুযায়ী অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী যেমন স্যামসাং,গুগল পিক্সেল এবং ওয়ানপ্লাস অপারেটিং সিস্টেম বেসড স্মার্টফোনের জন্য দিন দিন বিপদ জনক হয়ে পরেছে । এই কোম্পানির ফোনগুলিতে অনেক দুরব্লতা পাওয়া গেছে। যার ফলে স্মার্টফোন ব্যবহার কারীদের নিজস্ব পার্সোনাল ডেটা অনলাইনে সহজেই ছরিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশ ইয়ামাহা বাইকের দাম ২০২৩

যে সব ঝুঁকি রয়েছে এই ফোনগুলিতে

ব্যবহারকারীদের ফোনে এন্ড্রয়েড ভার্সন ১১, ১২, ১২L, ১৩ এ কাজ করছে এইসব ভার্সনে বেশি পরিমাণে ঝুঁকি রয়েছে। তাদের তথ্য সুরক্ষার জন্য পরবর্তী latest update ব্যবহার করতে হবে। ব্যবহারকারীদের মধ্যে অনেক গ্রাহক আছেন যারা ঠিকমত ফোন আপডেট করে না। যার ফলে তাদের দিন দিন ঝুঁকি বেড়েই চলেছে। সেই সকল গ্রাহক মহাবিপদে দিন কাটাচ্ছে। সরকারের পক্ষ থেকে পুরাতন ভার্সন ফোনের জন্য সতর্কীকরণ নোটিশ জারি করেছে।

আরও পড়ুন: ওয়ালটন ফ্রিজের দাম ২০২৩

অ্যান্ড্রয়েড অপারেটিং

CERT-In এর তথ্য অনুযায়ী Google Play সিস্টেম আপডেট,ফ্রেমওয়ার্ক সিস্টেম, আর্ম কম্পোনেন্টস, মিডিয়াটেক কম্পোনেন্টস, ইউনিসক কম্পোনেন্টস, কোয়ালকম কম্পোনেন্টস এবং কোয়ালকম ক্লোজড সোর্স কম্পোনেন্টসে ত্রুটির কারণে অ্যান্ড্রয়েড ওএসে এই ত্রুটি রয়েছে।

আরও পড়ুন: ভিভো Y27 মোবাইল দাম কত

ব্যবহারকারীদের কাছের লোক এইসব দুর্বলতার সুযোগ নিয়ে কিছু সাইবার ফ্রেন্ড তথ্য হাতিয়ে নেওয়ার জন্য একটি কোর সেট করে দেয়। অটোমেটিক অন্য ফোনের সকল তথ্য তার নিজের ফোনে চলে যায়।

Leave a Comment