চীনে পা রাখলো Huawei Mate 60 Pro Lezhen Edition স্মার্টফোন

আগস্ট মাসে Huawei একপ্রকার চুপিসারে তাদের পোর্টফোলিওতে Mate 60 Pro 5G স্মার্টফোনটি যুক্ত করেছিল। ৩১শে অক্টোবর সংস্থাটি এই একই হ্যান্ডসেটের একটি বিশেষ সংস্করণ উন্মোচন করল৷ নয়া Huawei Mate 60 Pro Lezhen Edition নামে এসেছে। লঞ্চ অফার হিসেবে এই ফোনের সাথে একটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাড পাওয়া যাবে। গ্লোবাল মার্কেটে দুর্ধর্ষ প্রসেসর নিয়ে নতুন স্মার্টফোন আনছে শীঘ্রই ওয়ানপ্লাস

Highlights

  • Huawei Mate 60 ১২০ হার্টজ রিফ্রেশ রেটের।
  • চীনে পা রাখলো Huawei Mate 60 Pro।
  • Huawei Mate 60 স্যাটেলাইট কানেক্টিভিটি দেওয়া হয়ছে।

Huawei Mate 60 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে: Huawei Mate 60 ফোনে 6.69-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৬৮৮×১২১৬ পিক্সেল) LPTO OLED ডিসপ্লে এর সাথে আসবে। এটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে। OnePlus 12 এর স্পেসিফিকেশন জেনে নিন

ক্যামেরা: Huawei Mate 60 ফটোগ্রাফির জন্য,এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ক্যামেরাগুলি হল এফ/1.8 অ্যাপার্চার 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12+12 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। OnePlus 12R নতুন ভাবে হাজির হচ্ছে বাজারে

প্রসেসর: আবার Huawei Mate 60 ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে Maleoon 910  প্রসেসর ব্যবহার করা হয়েছে। 

ব্যাটারি: Huawei Mate 60 স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 4750 এমএএইচ ব্যাটারি এবং66W ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট করবে।

ওএস: Huawei Mate 60 ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে HarmonyOS 4.0 (China) অপারেটিং সিস্টেম রান করবে।

স্টোরেজ: Huawei Mate 60 ফোনটি একটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। ফোনটির 256GB 12GB RAM, 512GB 12GB RAM, 1TB 12GB RAM স্টোরেজ যোগ করেছে।

Leave a Comment