বাজারে নিয়ে আসলো Infinix Hot 12i চলতি বছরের সব থেকে সস্তা স্মার্টফোন ফোন।

Infinix Hot 12i

বাংলাদেশি মূল্যে 12000 টাকা

ইনফিনিক্স হট 12আঈ ফোনে আছে 6.6 ইঞ্চির IPS LCD ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে।(ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস)

আবার ইনফিনিক্স হট 12আঈ ফোনে  বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে ফেস আনলক ও  পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।(ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস)

ইনফিনিক্স হট 12আঈ ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 11  ভিত্তিক XOS 7.6 কাস্টম স্কিনে রান করবে।  (ইনফিনিক্স হট 12আঈ বাংলাদেশ প্রাইস)

ফটোগ্রাফির জন্য,ইনফিনিক্স হট 12আঈ ফোনের পেছনে থাকছে 2 টি ক্যামেরা ।ক্যামেরাগুলি হল এফ/1.6অ্যাপারচার 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল  ।ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি এফ/2.0 অ্যাপারচার 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।(ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস)

ইনফিনিক্স হট 12আঈ ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে Mediatek Helio A22 প্রসেসর।

Infinix Hot 12i স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 10 ওয়াট ফাস্ট চার্জার।

Infinix Hot 12i 2GB/64GB, 3GB/64GB এবং 4GB/64GB – eMMC 5.1 ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 512GB পর্যন্ত বাড়ানো যাবে।

Infinix Hot 12i Racing Black, Horizon Blue, Haze Green & Champagne Gold কালারে পাওয়া যাবে। 

ইনফিনিক্স হট 12আঈ স্মার্টফোনের ওজন 190 গ্রাম। ( ইনফিনিক্স হট 12আঈ বাংলাদেশ প্রাইস)

ইনফিনিক্স হট 12আঈ অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ডুয়েল সিম, ফেস আনলক, ইউএসবি টাইপ-সি, ইনফ্রারেড ইত্যাদি। 

Leave a Comment