বছরের শেষ এর দিকে এসে বাজার কাপাতে infinix Note 40 Pro

ইনফিনিক্স (Infinix) দেশের বাজারে বেশ কয় একটি নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে। গত কাল ব্র্যান্ড সনাক্ত করেছে যে এটি ডিসেম্বর মাসের ৮ তারিখ Infinix Smart 8 HD স্মার্টফোনটি লঞ্চ করবে বলে জানিয়েছে।এর ই মধ্যে , Infinix Hot 40i, Hot 40 এবং Hot 40 Pro মডেলগুলিকে গুগল প্লে কনসোল (Google Play Console), ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) এবং এফসিসি (FCC)-এর মতো বেশ কিছু সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে । এর মানে আমরা ধড়ে নিতে পারি  যে সামনের মাসে এর মধ্যে ই লঞ্চ হবে Infinix Hot 40 PRO সিরিজটি। এখন ব্লুটুথ এসআইজি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন লাভ করেছে। চলুন দেখে নেই 

ইনফিনিক্স (Infinix) তাদের Infinix সিরিজের ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে Infinix Hot 40 PRO। বাংলাদেশে একটি জনপ্রিয় হুয়াওয়ে মোবাইল ফোন। Infinix এই সিরিজে কোম্পানি ইনফিনিক্স স্মার্টফোন ডিসেম্বর মাসের মধ্যেই লঞ্চ হবে। (ইনফিনিক্স মোবাইল প্রাইস ইন বাংলাদেশ)।

বাংলাদেশে ইনফিনিক্স হট ৪০ এর দাম কত

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় ভিভো ও পিছিয়ে নেই ইনফিনিক্স – সিরিজ এর ফোনটি Vivo, Oppo, xiaomi, iQoo কে টক্কর দিতে চলেছে। Infinix Hot 40 Price in Bangladesh 42,292 টাকা

বাংলাদেশে ইনফিনিক্স হট ৪০ (Infinix Hot 40) এর দাম কত ৪২,২৯২ টাকা।

Highlights 

  1. Hot 40 PRO ফোন প্রকাশ করা হবে।
  2. 120Hz রিফ্রেশরেট Infinix Hot 40।
  3. মিডিয়াটেক ডায়মেনসিটি 5000 দেওয়া হয়েছে।

Infinix Hot 40 PRO এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে: Infinix Hot 40 PRO ফোনে 6.67 -ইঞ্চির আমোলেড ডিসপ্লে। এটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।

আরও পরুনঃ Oppo Find N3 ফোন বাজারে আসছে হ্যাসেলব্লাডে ক্যামেরার সাথে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য,এই ফোনে ট্রিপল রিয়ার  ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর 2 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

প্রসেসর: আবার ইনফিনিক্স হট ৪০ প্রো ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এমটি ৮৭৮১ হেলিও জী৯৯ (৬এমএন)  প্রসেসর ব্যবহার করা হয়েছে। 

ব্যাটারি: ইনফিনিক্স হট ৪০ প্রো এই স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫000 এমএএইচ ব্যাটারি। বায়োমেট্রিক প্রমাণ করার জন্য সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

আরও পরুনঃ ফটোগ্রাফির জন্য বিশেষ ফিচার সহ বাজারে আসছে ওপ্পোর নয়া ফোন

ওএস: ইনফিনিক্স হট ৪০ প্রো ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১৪ সিস্টেম রান করবে।

স্টোরেজ: ইনফিনিক্স হট ৪০ ফোনটি ৮ জিবি র‍্যাম এবং 128 জিবি/256 জিবি স্টোরেজে পাওয়া যাবে।

বাংলাদেশে ইনফিনিক্স হট ৪০প্রো এর দাম কত।

Leave a Comment