বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় Oneplus ও পিছিয়ে নেই Oneplus সিরিজ এর ফোনটি Vivo, Samsung, Oppo, Xiaomi, Realme, iQoo কে টক্কর দিতে চলেছে। OnePlus 2T একটি ভার্সন বাংলাদেশ বাজারে আসতে চলেছে 12 GB 256 GB। OnePlus 2T-র ডিজাইনের ক্ষেত্রে বিরাট কোন পরিবর্তন আনে নি। ফোনটি দেখতে অনেকটি OnePlus 2 এর মতোই ডিজাইন রাখা হয়েছে।
OnePlus Nord 2T 5G
OnePlus 2T ফোনে আছে 6.43 ইঞ্চির TFT IPS LCD ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে । 90 হার্টজ রিফ্রেশ রেট।
আবারOnePlus 2T ফোনে বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে ফেস আনলক ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে ।
OnePlus 2T ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে OxygenOS 12.1 কাস্টম স্কিনে রান করবে।
ফটোগ্রাফির জন্য,
OnePlus 2T ফোনের পেছনে থাকছে 3টি ক্যামেরা । 50 মেগাপিক্সেল এর সনি আইএমএক্স 586 সেন্সর থাকবে যার অ্যাপাচার/1.9, 8 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকবে যার অ্যাপাচার/2.3 ,ম্যাক্রো লেন্স থাকছে 2 মেগাপিক্সেল এর
এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল এর সনি আইএমএক্স 471 যার অ্যাপাচার 2.4 ফ্রন্ট ফেসিং ক্যামেরা ।
OnePlus 2T ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 1300 প্রসেসর থাকছে।
OnePlus 2T স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 4500 এমএএইচ ব্যাটারি এবং80 ওয়াট ফাস্ট চার্জার।
OnePlus 2T স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে 128GB 8GB RAM,256GB 8GB RAM,256GB 12GB পর্যন্ত থাকছে।
OnePlus 2T Gray Shadow, Jade Fog কালারে পাওয়া যাবে।
OnePlus 2T স্মার্টফোনের ওজন 190 গ্রাম।
OxygenOS 11.2.4.4 সাথে নিয়ে এলো OnePlus 9R ফোন
Dimensity 8100 Max প্রসেসরের সাথে বাজারে হাজির হলো OnePlus Ace Racing
150w ফাস্ট চার্জার নজরকাড়া ডিজাইন নিয়ে হাজির হলো OnePlus 10R 5G 150w
নজরকাড়া অফারসহ 150w ফাস্ট চার্জিং Oneplus 10R ফোন 5 মিনিটে 44% চার্জ হয়।