Motorola লঞ্চ করল নতুন ফোন 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ বাজারে আসছে, জেনে নিন দাম

নজর করার ডিজাইন এবং আকর্ষণীয় লুকে বাজারে আসছে Motorola Edge 2023, ফোনের ব্যাক প্যানেলে ভেগান লেদার প্যানেল দেওয়া হয়েছে। এতে অ্যালুমিনিয়াম মিড ফ্রেম যোগ করা হয়েছে। মটোরোলা কোম্পানি তাদের এজ সিরিজের নতুন আরেকটি ফোন যুক্ত করতে যাচ্ছে Motorola Edge 2023 নতুন মোবাইল ফোন।

আরও পরুনঃ শাওমি মোবাইল দাম ২০২৩ বাংলাদেশ

মটোরোলা নতুন এই ফোনে থাকছে 68 হোয়াট এ ফাস্ট চার্জিং, 6.6 ইঞ্চির কার্ভ পোলেট ডিসপ্লে,IP68 রেটিংসহ বাজারে আসছে।

মটোরোলা এজ 2023 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন:

ডিসপ্লে: Motorola Edge 2023 ফোনে আছে 10 বিট 6.6 ইঞ্চি কার্ভ pOLED ডিসপ্লে । এটি 144Hz রিফ্রেশরেট এবং 1200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: আবার মটোরোলা এজ 2023 ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7030 চিপসেট   প্রসেসর ব্যবহার করা হয়েছে। 

ব্যাটারি: Motorola Edge 2023 স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 4400 এমএএইচ ব্যাটারি এবং  68W ওয়াট ফাস্ট চার্জার এছাড়া এই ফোনটিতে 15W ওয়্যারলেস এবং 5W রিভার্স চার্জিং ফিচারও রয়েছে।। বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

আরও পরুনঃ Realme C51 Price in Bangladesh 8 128

ওএস: মটোরোলা এজ 2023 ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং MyUX এ কাস্টম স্কিনে রান করবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য,মটোরোলা এজ 2023 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। টাইম ল্যাপস, সিনেম্যাটিক ফিল্টার ও অডিও জুম সাপোর্ট করবে 4k পযন্ত ভিডিও রেকর্ড করা যাবে । ক্যামেরাগুলি হল  50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ক্যামেরা ।এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

স্টোরেজ: Motorola Edge 2023 ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 6 জিবি রেম 256 জিবি স্টোরেজ 8GB LPDDR4X RAM + 256GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে।

অন্যান্য: মটোরোলা এজ 2023 ফোনে পানি ও ধুলো-বালি থেকে সুরক্ষিত রাখতে IP68 রেটিং দেওয়া হয়েছে। ডুয়েল সিম 5G, ব্লুটুথ, ওয়াইফাই এর মতো বেশ কিছু প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।

আরও পরুনঃ Samsung Mobile Price In Bangladesh 2023

Leave a Comment