রাজধানীতে ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে উত্তরা মোটর্স ও বাজাজ অটো বাংলাদেশে সর্বপ্রথম গ্রাউন্ডব্রেকিং উচ্চতর সিসি বাজাজ পালসার এন২৫০ মোটরসাইকেলের উদ্বোধন করেছে। দুই দশক আগে শুরু থেকেই বাজাজ পালসার সারা বিশ্বে স্পোর্টস মোটরসাইকেলের পথ প্রদর্শক। ২৩ বছর পরে এই হায়ার সিসির বাইক বাজারে প্রবেশ করল।
বাজাজ পালসার N250 মডেলটি এই যাত্রার অগ্রপথিক! দাম ৩,৩৯,০০০ টাকা। কিন্তু ভারতীয় বাইকটির ভারতে শো-রুম মূল্য বাংলাদেশী টাকায় ২,০০,০০০ টাকার নিচে(১৫০০০০রুপী)।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, উত্তরা মোর্টস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উত্তরা মোটর্স লিমিটেডের হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান, বাজাজ অটো ভারতের বিভাগীয় ব্যবস্থাপক (ইন্টারন্যাশনাল বিজনেস) সামীর মারদিকার, বিভিন্ন কর্পোরেট হাউসের শীর্ষ কর্মকর্তা, উত্তরা মোটর্স লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশে সুজুকি বাইকের দাম ২০২৩
মতিউর রহমান বলেন, দুই দশক আগে বাজাজ অটো এবং উত্তরা মোটর্স প্রথম পালসার লঞ্চ করেছিল এবং বাংলাদেশে মোটরসাইকেল জগতে যুগান্তকারী পরিবর্তন এনেছিল। তারপর থেকে পালসার সফলতার সঙ্গে নতুন মানদণ্ড স্থাপন করেছে এবং বাংলাদেশে উচ্চক্ষমতার মোটরসাইকেলের চাহিদা দ্রুতগতিতে বাড়ছে।