নোকিয়ার কথা শুনতে আমাদের মাথায় আসে একসময়ের বিখ্যাত সব বাটন ফোনের কথা। কিন্তু বর্তমানে নোকিয়া কোন অংশেই পিছিয়ে নেই। চলতি বছরে এই নিয়ে মোট দশটি মডেলের স্মার্ট ফোন নিয়ে হাজির হলো নোকিয়া। ফলে বিশ্ববাজারে আরো একধাপ এগিয়ে গেল Nokia কোম্পানি। আজকে আমরা কথা বলবো নোকিয়া 6600 5G ফোনটি নিয়ে। চলতি বছরের শেষের দিকে ফোনটি লঞ্চ করবে বলে জানিয়েছেন নোকিয়া কোম্পানি। ফোনটির দাম ১৫,০০০ টাকার আশেপাশে হবে বলে জানিয়েছেন কোম্পানিটি। তাহলে চলুন ফোনটির লুক ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। নোকিয়া নতুন মডেল ২০২৩
নোকিয়া ৬৬০০ ফাইভ জি ফোনটির স্পেসিফিকেশন : তো আপনি যদি মিড রেঞ্জের ভেতরে একটা আনকমন লোক এবং আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ ফোন কিনতে আগ্রহী হন তাহলে Nokia 6600 5G ফোনটি আপনার তালিকা রাখতে পারেন। কারণ এর চোখ ধাঁধানো সব ফিচারস যে কোন মোবাইল প্রেমিকদেরই আকৃষ্ট করবে। কারণ Nokia 6600 5G ফোনটিতে আছে 6.5” ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে।
নোকিয়া নতুন মডেল ২০২৩ এছাড়া ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে 64MP ক্যামেরা এবং 20 মেগাপিক্সেল ওয়াইড সেন্সর। এবং ভিডিও কলিং ও সেলফির জন্য রয়েছে 24 মেগাপিক্সেলের একটি আকর্ষণীয় ক্যামেরা। যদি ফোনের প্রসেসরের কথা আসে তাহলে এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী Qualcomm Snapdragon 86+5G প্রসেসর। এছাড়া Nokia 6600 5G ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7,000mAh শক্তিশালী ব্যাটারি প্যাক। সচরাচর আমরা অন্যান্য ফোনে ৭০০০ এম এইচ এর ব্যাটারি দেখতে পাই না। নোকিয়া নতুন মডেল ২০২৩ Android 13 সংস্করণে ফোনটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে নোকিয়া কোম্পানি। ফোনটির দুটো ভেরিয়েন্ট পাওয়া যাবে বলে দাবি করছেন নোকিয়া কোম্পানি। দুর্ধর্ষ এই ফোনটি পাওয়া যাবে 6GB RAM+128GB স্টোরেজ এবং 8GB RAM+256GB স্টোরেজ এই দুটি ভেরিয়েন্টে।