Nokia c32: নোকিয়া সি ৩২ বাংলাদেশে দাম কত।২০২৩ সালে নোকিয়া মোবাইলের দাম

দাম ও ফিচার: এই স্মার্টফোনটি ভারতে ১০,০০০ টাকার কমে এসেছে। তো আমরা আশা করতে পারি বাংলাদেশে ১০ হাজার টাকার কাছাকাছি স্মার্ট ফোনটি আমরা কিনতে পারব। আপনি যদি একটি ফোন কেনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে এই ফোনটি কিনতে পারেন। কম দামে ফোন কেনার কথা আসলে আমরা লাভার কোম্পানির নাম বলতে , আরো একটি কোম্পানির নাম হলো নকিয়া।

নোকিয়া সি৩২ ফোনের বাংলাদেশ ভ্যারিয়েন্টের সম্ভাব্য 

নোকিয়া নতুন নতুন স্মার্টফোন ভারতবাজারে অনেক কম দামে এনে থাকে। নোকিয়ার কম দামি স্মার্টফোনগুলি বাজারে অনেক জনপ্রিয় হয়ে থাকে। ভারতে লঞ্চ হয়েছে ইতিমধ্যে নোকিয়া সি ৩২ স্মার্ট ফোন। ফোনটিতে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এটি হলো এই ফোনটির সব থেকে বড় সুবিধা । আরো আছে ফোনটিতে তিনটি কালার এবং দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট অপশন বাজারে এসেছে। Nokia c32 ফোনটিতে ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে । Nokia c32 ফোনটি দশ হাজার টাকার থেকে কম মূল্যে ভারতে এ লঞ্চ হয়েছে। তাই তাই আমরা আশা করতে পারি বাংলাদেশে ১০ হাজার টাকার মধ্যে ফোনটি কিনা যাবে। ফোনটিতে দুর্দান্ত ফিচার আছে। বাজেট যদি ১০ হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনি এই ফোনটি কেনার প্ল্যান করতে পারেন।

ভারতের বাজারে নোকিয়া সি ৩২ ফোনটি এর 4GB+64GB ভেরিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা এবং4GB+128GB এর দাম ৯৪৯৯ টাকা মূল্যে লঞ্চ হয়েছে। এই দুটি ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হলে ১১৫০০ থেকে ১২ হাজার টাকার মধ্যে এর দাম আসতে পারে।


নোকিয়া ফোনটিতে একটি 6.55-ইঞ্চি কার্ভড 2.5D ডিসপ্লে রয়েছে, যা HD রেজোলিউশনের। নোকিয়া ফোনটিতে Android 13 ব্যবহার করা হয়েছে। Nokia C32-এ অক্টা-কোর প্রসেসর পেয়ে যাবেন। ফোনের র‍্যাম 7 জিবি পর্যন্ত অপটিক্যাল রেম ব্যবহার করতে পারবেন। নোকিয়া ফোনে 2 বছরের অফিসিয়াল সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন।
Nokia c32 ফোনটিতে ডাবল রিয়ার ক্যামেরা সেটাপ করা হয়েছে। ফোনটির মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল ,যা AI সাপোর্ট করে। দুই মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর পেয়ে যাবেন। আরো আছে ফোনটির সামনে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে যা ওয়াটার ড্রপ নচের মধ্যে রয়েছে।

নোকিয়া সি ৩২-এ রয়েছে 5,000 mAh এর শক্তিশালী ব্যাটারি। ফোনটিতে একবার চার্জে তিন দিন পর্যন্ত থাকবে। Nokia c32 ফোনটিতে থাকছে সাইড মাইন্ড করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লাগানো হয়েছে। চার্জার হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে 10 W ওয়ার্ডের ফার্স্ট চার্জিং ফোনটিতে USB TYPE-C পোর্ট দেওয়া আছে।

Leave a Comment