বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় Oneplus ও পিছিয়ে নেই Oneplus 10 সিরিজ এর ফোনটি Vivo, Samsung, Oppo, Xiaomi, Realme, iQoo কে টক্কর দিতে চলেছে।Oneplus 10R একটি ভার্সন বাংলাদেশ বাজারে চলে আসছে 12 GB 256 GB এবং সেই সঙ্গে দুইটি বিভিন্ন রঙে(Colour) আসতে চলেছে।
বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় Oneplus মোবাইল ফোন।এতে রয়েছে 12 GB RAM এবং ইনবিল্ড 256 GB ইন্টারন্যাল স্টোরেজ।Oneplus 10R বাংলাদেশ দাম 50,000 টাকা।
ওয়ানপ্লাস 10আর ফোন 120 HG, 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাজ ডিসপ্লে দিয়েছে (1080×2412) পিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে পাঞ্চ হোল্ড কাটাউট।
Oneplus 10R সেলফি ক্যামেরা 1080P 30 fps ভিডিও রেকর্ড করা যাবে।
Oneplus 10R ডিসপ্লে সুরক্ষার জন্য ফোনটিকে 2.5 ডি কার্ভড কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন সহ নিয়ে আসা হয়েছে ওয়ান প্লাস টেন আর ফোন ফাস্ট পারফরম্যান্সের জন্য ব্যবহার করেছে নিজস্ব গ্রাফিক্স চিপ এবং octa-core মিডিয়াটেকের ডাইমেনসিটি 8100 ম্যাক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে, এই প্রসেসর এর সাথে আরও থাকছে থ্রিডি প্যাসিভ কুলিং টেকনোলজি।
Oneplus 10R ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম। এর উপরে চলবে কোম্পানির কালার colorOS 12.1 স্কিন।
Oneplus 10R ফোনটিতে থাকছে ১২ জিবি পযন্ত LPDDR5 রেম এবং 256 স্টোরেজ থাকছে।
ফোনটিতে ক্যামেরা, oneplus 10R – ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত এতে রয়েছে একটি 50MP sony IMX766 প্রাইমারী সেন্সর অ্যাপাচার 1.88,যার সাথে যার সাথে ওআইসি(OIS)4K নাইট মোড সাপোর্ট করবে। সঙ্গে রয়েছে 8mp আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও এমপি ম্যাক্রো সেনসর। সেলফি তোলার জন্য থাকছে একটি 16mo ফন্ট ক্যামেরা দিয়েছে ওয়ানপ্লাস। অন্যান্য ফিচার কথা বললে, ডুয়েল স্টোরিও স্পিকারসহ এসেছে Oneplus 10R 5G ফোন। এটিতে নয়েজ ক্যান্সলেশন সাপোর্ট করবে।ফোনটিতে থাকছে ওয়াই-ফাই 6 ই,ব্লুটুথ 5.2, জিপিএস এনএফসি এবং ইউ এস বি টাইপ-সি পোর্ট।
150w ফাস্ট চার্জিং সহ oneplus 10R থাকছে 4500 এমএএইচ ক্যাপাসিটর ব্যাটারি। 10 মিনিটে চার্জ হবে 70% মাত্র 16 মিনিট 10 সেকেন্ডে এই ফোনটির ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। আবার ফোনটির 80 ওয়াট ফাস্ট চার্জিং মডেলে মিলবে 5000mh ব্যাটারি।
oneplus 10R Sierra Black, Forest Green কালারে পাওয়া যাবে। oneplus 10R স্মার্টফোনের ওজন 186 গ্রাম। সিকিউরিটি ফিচার হিসেবে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে।